Allegations Against Humayun Kabir

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যে, তার নাম ব্যবহার করে তার তুতো ভাইয়েরা সেচ দফতরের অধীনে থাকা ডেবরা ব্লকের বারাসতী এলাকায় কংসাবতী নদী বাঁধ এলাকার সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছে। তাদের পছন্দমতো নির্ধারিত করা হচ্ছে সেই জমির দাম। সেই জমি কেউ কিনছেন ৪০ হাজারে, কেউ বা ৫০ হাজারে, আবার কেউ ৭০ হাজার টাকায়।

বিক্রি করা হচ্ছে নদী বাঁধের সরকারি জায়গা

Humayun Kabir

গ্রামবাসীরা প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশের হুমকি খেতে হচ্ছে। গ্রামবাসীরা দাবি করছেন, বিধায়ক হয়ে তিনি তার ক্ষমতার অপব্যবহার করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিধায়কের তুতো ভাইয়েরা। তারা বলেছেন, টাকা নিয়েছেন, এ কথা কেউ প্রমাণ করতে পারবেন না।

প্রয়াত বিখ্যাত “বাংলাটা ঠিক আসে না” কবিতার কবি ভবানী প্রসাদ মজুমদার

এখানেই শেষ নয়। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, নদী বাঁধের পাড় সংলগ্ন গাছ কেটে ফেলা হচ্ছে। ডেবরার বিডিও থেকে শুরু করে জেলার সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত কাউকে কিছু জানিয়ে কোন লাভ হয়নি। লাভ হয়নি, মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েও।

Advertisement of Hill 2 Ocean

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর