ব্যুরো নিউজ, ২৪ মার্চ: বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপির কর্মীদের মারধরে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় উত্তপ্ত সোনারপুর।
গার্ডেনরিচ কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা
দক্ষিণ 24 পরগনা সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৫ বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ।
রবিবার সকালে এলাকায় পার্থী প্রচার। সেই কারণে গোটা এলাকা জুড়ে বিজেপির দলীয় পতাকা লাগানো হচ্ছিল। অভিযোগ সেই সময় তৃণমূলের কয়েকজন এসে হামলা চালায়।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। ঘটনায় পর সোনারপুর ঘটনাস্থল থেকে সোনারপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। অন্যদিকে ঘটনার অভিযোগ অস্বীকার করে তৃণমূল।