গাছ কাটা

ব্যুরো নিউজ ১ আগস্ট : জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে গাছ কেটে বাগান সাফ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলের নীলতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউগাছি ১ পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের অন্তর্গত এই অঞ্চলে                                                         সম্প্রতি একাধিক দামি গাছ কাটা হয়েছে। ফ্লেক্সে মোবাইল নম্বর সহ জমি বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল — “ছোট বড় প্লটে জমি বিক্রি হবে”। এর পরেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, ওই জমির ভেতরে থাকা বহু বছরের পুরোনো তিনটি আমগাছ ও একটি নারকেল গাছ কেটে ফেলা হচ্ছে।

ফ্লেক্সে নম্বর, ভিতরে কুঠার

গ্রামবাসীদের প্রতিবাদের মুখে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং গাছ কাটা বন্ধ করে দেয়। তবে অভিযোগ, এর আগেই বাগানের একাংশে গাছ সাফ করে ফেলা হয়েছে। এলাকাবাসীর দাবি, জমি বিক্রির নামে এভাবে সবুজ ধ্বংস কখনোই বরদাস্ত করা যায় না।

এই বাগানটি দীর্ঘদিন ধরে জগদীশ মিত্রের নামে পরিচিত ছিল। তাঁর মৃত্যুর পর জমির মালিকানা শরিকদের মধ্যে ভাগ হয়। নতুন মালিকেরা বাগানটি প্লটিং করে বিক্রির সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। কিন্তু পরিবেশ সংরক্ষণের নিয়ম অনুযায়ী, এমন বাগানে গাছ কাটার আগে বনদপ্তরের অনুমতি প্রয়োজন। সে অনুমতি ছিল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কাউগাছি ১ পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী জানান, “বিষয়টি আমাদের জানানো হয়নি। এটি পঞ্চায়েতের আওতার বাইরে হলেও আমরা প্রশাসনকে জানাচ্ছি।” ইতিমধ্যে জেলা বনদপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠিয়ে শুক্রবার রেঞ্জ অফিসে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার (DFO) অভিজিৎ কর। তিনি বলেন, “যদি অনুমতি ছাড়া গাছ কাটা হয়ে থাকে, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাটি পরিবেশ সচেতনতা এবং জমি বাণিজ্যের অন্ধ দৌড়ে প্রকৃতির ক্ষতির প্রাসঙ্গিকতা আবার সামনে এনেছে। পরিবেশপ্রেমীরা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর