adhir Adhir blames mamata for niti ayog meeting

ব্যুরো নিউজ,২৮ জুলাই: সমস্তটাই ওনার পরিকল্পিত। সব সাজানো নাটক। নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নীতি আয়োগ এর বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি। তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই প্রসঙ্গেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন।

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটে দক্ষিণ দমদম, পরের তালিকায় নজরে কারা?

 নীতি আয়োগের প্রসঙ্গে কি বললেন অধীর?

অধীর চৌধুরী বলেন, সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পিত ছিল। ওনাকে বলতে দিলে কি করবেন, বলতে না দিলে কি করবেন, সবটাই সাজিয়ে রেখেছিলেন। সব পূর্ব পরিকল্পিত। আসলে রাহুল গান্ধীর উত্থানে উনি ঈর্ষান্বিত হয়ে এসব করছেন। জাতীয় রাজনীতির লাইমলাইটে থাকার কারণেই মমতা এইসব করেছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধী জোটের কেউ আসেনি। সেখানে আমি একা গিয়েছিলাম। আমাকে বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে দেওয়া হয়। তাই মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি।

মমতার মুখে সৌজন‍্যের কথা, বিরোধীদের সঙ্গে কি আচরণ করেন উনি, আক্রমণে বিজেপির চিফ হুইপ

আর এই প্রসঙ্গেই অধীর আরো আক্রমণাত্মক হয়ে বলেন, গায়ে মানে না আপনি মোড়ল.. ওনাকে কে প্রতিনিধিত্ব করতে বলেছিল? উনি নিজের ইচ্ছায় গিয়েছেন। সবটাই সাজিয়ে নিয়ে গিয়েছেন। ওনার মাইক কে চালালো? আর কেই বা বন্ধ করল? এরকম নীতি আয়োগ এর বৈঠকে তো রেকর্ডিং করা থাকে। উনি বাইরে এসে এসব না করে সুপ্রিম কোর্টে যান, ধর্ণায় বসুন। সেখানে ওই ভিডিও রেকর্ডিং দেখাতে বলুন। রাজ্যপালের বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অধীরের কথায়, রাহুল গান্ধীর উত্থান হওয়ার পরে জাতীয় রাজনীতিতে তিনি প্রচার থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন। তাই ঈর্ষান্বিত হয়ে লাইম লাইটে থাকার জন্যই এইসব করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অধীরের প্রসঙ্গ তুলতেই তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর