প্রেশার মাপছেন বাড়িতে

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :আজকাল প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় একজন না একজন প্রেশারের রোগী। কারও হাই ব্লাড প্রেশার, আবার কারও লো প্রেশারের সমস্যা। আকস্মিকভাবে প্রেশার বেড়ে বা কমে যাওয়ার কারণে অনেক সময় রোগীর শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, যা কখনো বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই অনেকেই বাড়িতে একটি ডিজিটাল প্রেশার মাপার যন্ত্র কিনে রাখেন। কিন্তু এই ডিজিটাল যন্ত্রে মাপা প্রেশার কি নির্ভুল? সঠিক ফল পেতে হলে কিছু নিয়ম মেনে প্রেশার মাপা দরকার।

ডায়াবেটিস রোগীদের দুধ খাওয়া স্বাস্থ্যে জন্য উপকারী নাকি ক্ষতিকর? কি বলছে বিশেষজ্ঞরা

ডিজিটাল যন্ত্রে মাপা প্রেশার কি নির্ভুল?

অনেকে মনে করেন, দামি যন্ত্র কিনলেই নির্ভুল ফল পাবেন। তবে এটি পুরোপুরি সঠিক নয়। ডিজিটাল যন্ত্রে প্রেশার মাপার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। প্রেশার মাপার যন্ত্রটি নির্ভুল ফল দিতে পারছে কি না তা যাচাই করতে চিকিৎসকের কাছে গিয়ে ম্যানুয়াল যন্ত্রে প্রেশার মেপে ফলাফল মিলিয়ে নেওয়া জরুরি।

চকোলেট দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কলা বানিয়ে রেকর্ড গড়লেন শেফ আমাউরি

রক্তচাপ মাপার ক্ষেত্রে কাফ বা বেল্টের প্রস্থ যথাযথ হওয়া জরুরি। চওড়া কাফ বিশিষ্ট যন্ত্রে প্রেশার মাপা তুলনামূলকভাবে সঠিক হয়। যন্ত্রটি ব্যবহার করার সময় কিছু নিয়ম মেনে চলতে হবে।

প্রেশার মাপার সময়ে নড়াচড়া না করে স্থির হয়ে এক জায়গায় বসুন। যদি নড়াচড়া করেন, তাহলে যন্ত্রটি সঠিক প্রেশার মাপতে অসুবিধায় পড়তে পারে। এ ছাড়া, প্রেশার মাপার আগে হাতের কনুই টেবিলের উপর সমতলে রাখুন এবং হাতের পেশি রিল্যাক্স রাখুন। এভাবেই কিছু নিয়ম মেনে চললে আপনি বাড়িতে প্রেশার মাপার নির্ভুল ফলাফল পাবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর