ব্যুরো নিউজ ২৬ সেপ্টেম্বর: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তিনি আদালত থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন। ওই দিন শিয়ালদহ আদালতে হাজির করা হয়েছিল তাকে এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আদালতে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা চলমান রয়েছে।
গভীর সমুদ্রে অভিযানে ভারত: মৎস্য ৬০০০ এর নতুন যুগ
কি ভাবে অসুস্থ হল অভিজিৎ
আদালত থেকে ফেরার পথে, যখন তিনি প্রিজ়ন ভ্যানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। সেসময় একটি পুলিশকর্মী তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। পরে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন।সংশ্লিষ্ট মামলায় অভিজিৎ ও সন্দীপের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এফআইআর দেরিতে রুজু করার অভিযোগ রয়েছে। বুধবার আদালতে অভিজিতের আইনজীবী জামিনের আবেদন জানালেও, আদালত উভয় পক্ষের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
কলকাতা পুলিশের সমন্বয় বৈঠকঃপুজোতে শান্তি এবং সহযোগিতার বার্তা
এদিকে, সিবিআই সূত্রে জানা গেছে, অনুমতি মিললে তাঁদের নার্কো ও পলিগ্রাফ পরীক্ষাও করা হতে পারে। বিষয়টি নিয়ে আইনজীবী এবং আদালতের মধ্যে আলোচনা চলতে থাকবে। অভিজিতের অসুস্থতা ও মামলার অগ্রগতি নিয়ে সকলের নজর রয়েছে।