Abhijit Ganguly Win

লাবনী চৌধুরী, ২৫ মে :  ভোটের দিন একেবারে কাকভোরেই ময়দানে নেমেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারই প্রথম ভোট লড়ছেন তিনি। আর ময়দানে নেমেই একের পর এক অ্যাকশান।

অ্যাকশান মোডে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জ্বলছে নন্দীগ্রাম! ঘরছাড়া ৭০ টি পরিবার। মাথা গোজার ছাদ নেই, এই পরিস্থিতিতে কীভাবে ভোট?

ভোট শুরু সকাল ৭ টা থেকে। তবে তার অনেক আগেই এদিন প্রায় ভোর ৫ টার পরেই বেড়িয়ে পড়েন ময়দানে। এরপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে এলাকায় ঢোকে। পুলিশি সন্ত্রাসের  জেরে বিজেপি কর্মী ও সমর্থকেরা ঘর ছাড়া। বাধ্য হয়ে মাঠে-ঘাটে লুকিয়েছে। তবে বিষয়টি অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

BJP Helpline

এরপরেই ২০৮ নম্বর বুথে পৌঁছান। আর সেখানে বিজেপির এক মহিলা এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তিনি বলেন, তাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। তাই তিনি সেখানে এসেছেন। ঘটনায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে ওই মহিলা এজেন্টকে বুথে বসানো হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাঙ্গাত্মক স্বরে বলেন, কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।

এছাড়াও এদিন হলদিয়ার একটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে পৌছলে বুথের বাইরে তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। আর সেখানেও সাফ জানান, স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর