Abhijit Ganguly Win

ব্যুরো নিউজ, ২৮ মার্চ: ভোটের দামামা বেজে গিয়েছে। সব রাজনৈতিক দল গুলিই জোরকদমে প্রচার চালাচ্ছে। তেমনই এদিন সকাল সকাল প্রচারে নামলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন অশোক দিন্দাও।

ভোটের দিন রাজ্য সরকারের সবেতন ছুটি ঘোষণা

Advertisement of Hill 2 Ocean

প্রথমে চণ্ডী মন্দিরে পুজো দিয়ে এদিন শুরু করলেন প্রচার। তারপরেই বিধায়ক অশোক দিন্দার বিধানসভা এলাকায় প্রচারে নামতে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাশে পেয়ে খুশি সেখানকার মানুষ। তা সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছিল যে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ তাদের জন্য তাদেরই এলাকায় এসেছেন এতেই আনন্দে আত্মহারা সকলে। পাশাপাশি বিজেপি কর্মী- সমর্থকদেরও উচ্ছ্বাস, উন্মাদনা ছিল তুঙ্গে। 


এদিন ভোট জয় নিয়ে আত্মবিশ্বাসী অশোক দিন্দা বলেন, বিজেপি ২ লক্ষের বেশি ভোটে জয় লাভ করবে। পাশাপাশি তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, এটা আমাদের সৌভাগ্য যে, তমলুক লোকসভায় আমরা ওনাকে পেয়েছি। উনি মানুষের জন্য কী কী করেছেন সেটা সকলে দেখেছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর