Kolkata Airport

ব্যুরো নিউজ ২ আগস্ট : কলকাতা বিমানবন্দরের নিরাপত্তায় বড়সড় ফাঁক ধরা পড়ল এক বিস্ময়কর ঘটনায়। শুক্রবার আন্তর্জাতিক ট্রানজিট এরিয়ায় হঠাৎ কাচের দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা করেন আশরাফুল হোসেন নামে এক ২৫ বছর বয়সি বাংলাদেশি নাগরিক। ঘটনাটি মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিআইএসএফ জওয়ানরা।

অন্য কোনও উদ্দেশ্য?

জানা গেছে, আশরাফুল সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পথে কলকাতা বিমানবন্দরে ট্রানজিটে নামেন। যেহেতু তাঁর কাছে ভারতীয় ভিসা ছিল না, তাই তাঁকে আন্তর্জাতিক ট্রানজিট এরিয়াতেই অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরই আচমকা তিনি কাচের দেওয়ালে ধাক্কা মেরে ভাঙেন এবং সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এই ঘটনায় প্রশ্ন উঠছে তাঁর উদ্দেশ্য নিয়েই—এটা নিছক মানসিক অস্থিরতা, না কি এর পেছনে ছিল অন্য কোনও উদ্দেশ্য?

সিআইএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যাত্রীর হাতে ও শরীরে গুরুতর কাচের আঘাত লাগে এবং তা থেকে রক্তপাতও হয়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের মেডিক্যাল ইউনিট তাঁর চিকিৎসা করে। তারপর তাঁকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনও নির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি। ফলে তাঁর আচরণ ও মানসিক অবস্থাও এখন তদন্তের আওতায়।

Employee Leave : কর্মীদের জন্য সুখবর! ব্যক্তিগত কারণে ৩০ দিনের ছুটিতে অনুমোদন কেন্দ্রের !

ঘটনার গুরুত্ব বুঝে সিআইএসএফ-এর ডিআইজি অজয় কুমার ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তের পর বিশেষ অনুমতি নিয়ে ওই ব্যক্তিকে ট্রানজিট এরিয়া থেকে সরিয়ে বাইরে আনা হয় এবং এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হচ্ছে, তাঁর উদ্দেশ্য কী ছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনও দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করছিলেন কি না।

১ অগস্ট থেকে কমল বাণিজ্যিক এলপিজির দাম

এমন ঘটনায় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এক যাত্রীর পক্ষে ট্রানজিট জোনে বসে থেকে আচমকা দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা কতটা সম্ভব, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে ট্রানজিট জোনে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর