সুকান্ত মিত্র, ২৮ এপ্রিলঃ আগামী কয়েক দশকের মধ্যে ক্যান্সার রোগ মহামারীর আকার নেবে। World Health Organization অর্থাৎ WHO এর একটি রিপোর্ট অত্যন্ত আশঙ্কাজনক। সেই রিপোর্টে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে পৃথিবীতে প্রতি আট জন পুরুষের মধ্যে একজন এবং প্রতি সাত জন মহিলার মধ্যে একজনের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

এই অবস্থায় অবশ্যই চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণের প্রয়োজন। আর এই লক্ষ্যেই নারায়ণা হসপিটাল গ্রুপের নতুন পদক্ষেপ।
ট্রু বিম (True Beam) ভার্সা এইচ ডি (Versa HD) এবং জি ই ডিসকভারি আর টি (GE Discovery RT) নামের তিনটি যন্ত্র বিদেশ থেকে আমদানি করেছেন নারায়ণা হসপিটাল গ্রুপ কর্তৃপক্ষ।

এর ফলে ক্যান্সার রোগীদের শরীরের যে সমস্ত কোষ আক্রান্ত, সেই কোষগুলোকে চিহ্নিত করে রেডিওথেরাপি এবং কেমো দিয়ে চিকিৎসা করা অনেক সহজ হবে, ক্ষতি হবে না আশপাশের সুস্থ কোষের।

পূর্ব ভারতে নারায়ণা গ্রুপই প্রথম যারা হাসপাতালে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় এই তিনটি যন্ত্র একসঙ্গে ব্যবহার করবেন। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন নারায়ণা হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুমন মল্লিক। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বেসরকারি হাসপাতাল হলেও গরিব মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিষয়টি নিয়েও ভাবনা-চিন্তা রয়েছে তাদের।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর