ইভিএম নিউজ ব্যুরো, ৩ এপ্রিলঃ গ্রুপ ‘ডি’ চাকরিপ্রার্থীদের অভিনব প্রতিবাদ-মিছিলে পুলিশি বাধার অভিযোগ। সোমবার হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি ও বঞ্চনার অভিযোগে রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ ওয়েটিং কর্মপ্রার্থীরা তমলুকের মাতঙ্গিনী হাজরার (Matangini Hazra) জন্মভিটে হোগলা গ্রাম থেকে শুরু করে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তি পর্যন্ত তিন দিন ব্যাপী যে লং মার্চের আয়োজন করেছেন তার প্রথম দিনেই পুলিশি বাধার অভিযোগ আনেন তাঁরা। চাকরি প্রার্থীদের অভিযোগ, এদিন ইচ্ছাকৃত ভাবে মিছিল আটকাবার চেষ্টা করে পুলিশ। তারপরই চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।এতে রাস্তায় পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। (Latest News)
এদিন এই মিছিলে এক চাকরিপ্রার্থীকে মাতঙ্গিনী হাজরার প্রতীকী রূপে সাজানো হয়। অভিযোগ, মিছিল চলাকালীন সিভিক পুলিশদের ব্যবহার করার পাশাপাশি মোতায়েন ছিলনা কোন মহিলা পুলিশ কর্মী। এমনকি সিভিক ভলেন্টিয়াররা চাকরিপ্রার্থীদের গায়ে হাত পর্যন্ত তোলে। আহত হন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। এরপর পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল এগোয়।অপরদিকে একই দিনে খেজুরিতে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।(EVM News)