ইভিএম নিউজ ব্যুরো, ১ লা এপ্রিলঃ জি-২০(G-20) সামিটে যোগদান করতে শিলিগুড়িতে এসে পৌঁছলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শনিবার সকালে দিল্লি থেকে চার্টার্ড বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তারা। সেখান থেকেই সরাসরি তারা চামটার বিলাস বহুল হোটেলে পৌঁছন। সেখান থেকেই এই প্রতিনিধি দলকে সরাসরি কার্শিয়াং এ নিয়ে যাওয়া হয়। কার্শিয়াংয়ের মকাইবাড়ির চা বাগানে রাতের বেলায় চাঁদের আলোতে চা-পাতা তোলার কাজ তাঁদের সামনে তুলে ধরা হবে।
বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা৷ বাউল গান, উপজাতি নৃত্য, ঐতিহ্যবাহী টপ্পা নাচ, তামাং লোক নৃত্য, ছৌ-নাচ, ইন্ডিয়ান আর্মির পাইপ ব্যান্ডের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরও অনেক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের MSME (Ministry of Micro, Small & Medium Enterprises)-র প্রতিনিধিদের জন্য স্থানীয় শিল্পকলার অভিজ্ঞতা প্রদানের জন্য শিল্প ও নৈপুণ্যের স্টল এবং ‘ডু-ইট-ইয়র সেলফ’ কার্যক্রমের আয়োজন করেছে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং মল রোডে সরঞ্জাম প্রদর্শনও করা হবে। GOA রোডম্যাপ এবং SDG (Sustainable Development Goals) অর্জনের জন্য তৈরি করা হবে অ্যাকশন প্ল্যান।
অনুষ্ঠানের পর পর্যটন ক্ষেত্রে দার্জিলিং আরও বড় স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের G-20(জি-২০)প্রেসিডেন্সির অধীনে, ভারত সরকার সারা দেশে ৫৯ টিরও বেশি শহরে ২০০ টির বেশি সভা আয়োজন করছে। এই গন্তব্যগুলি ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।(EVM News)