ইভিএম নিউজ ব্যুরো, ৩১ মার্চঃরাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ। আবারও শিরোনামে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করতে আগামী ৩ এপ্রিল চারদিনের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ঠা এপ্রিল দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ ভিত্তিক কর্মী সম্বেলনে যোগ দেওয়ার কথা মমতার। সেই মতো ময়দানে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজও। তার আগে সেখানে খুঁটি পুজো করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি । তখনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে অখিলের মন্তব্য, “রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় আসবেন শুনে বিজেপিরা কটাক্ষ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় না কি চোরদের রানী! তাই যদি হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাকাতদের সর্দার”। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন যুব তৃণমূল কাঁথি সাংগঠনিক সভাপতি সুপ্রকাশ গিরি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ অন্যান্যরা।
রাষ্ট্রপ্রধানদের প্রসঙ্গে বার বার অখিলের এমন আলটপকা মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা অখিলের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি অখিলের হয়ে ক্ষমা চাইতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানাতে বাধ্য হয়েছিলেন, “অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’
দেশের সংবিধান রক্ষার দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়া একজন মন্ত্রী বার বার দেশের রাষ্ট্রপ্রধানদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করায় অখিলের বিধায়ক ও মন্ত্রিত্ব পদ পালনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই প্রেক্ষিতে অখিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠিও পাঠাতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।