ইভিএম নিউজ ব্যুরো, ১৩ মার্চঃ একেই বোধহয় বলে ভাগ্যের পরিহাস। ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে এসেছিলেন। বিয়ের ঠিক পরের দিন বয়ে এল দুঃসংবাদ। হাইকোর্টের নির্দেশ চাকরি গেল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে পিএম হাই স্কুলের করণিক প্রনব রায়ের। বাড়ি ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার গোলাবাড়িতে। সোশ্যাল মিডিয়াতে খবর জানাজানি হতেই ক্রান্তি ব্লক জুড়ে সৃষ্টি হয় ব্যপক চাঞ্চল্য।হঠাৎই বিয়েবাড়ি পরিণত হল বিষাদ বাড়িতে। প্রণব রায়ের বাড়িতে রবিবার ছিলো বৌভাত। আয়োজনের কোন খামতি না থাকলেও সেরকম জৌলুশ ছিলো না বৌভাতের অনুষ্ঠানে।
সোমবার বিয়েবাড়ি গিয়ে দেখা গেলো একেবারে শান্ত পরিবেশ। সাংবাদিকদের সাথে কেও কোন কথা বলতেই চাইছেননা। আত্মীয় স্বজনরাও একে একে নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছেন। রাজাডাঙ্গা স্কুলের টিচার ইন চার্জ সুদীপ দত্তকে এই বিষয়ে জিজ্ঞাসা কলে তিনি বলেন, ২০১৮ সালে প্রনব স্কুলে যোগদান করেছিলেন। খুব ভাল কাজও করছিলেন তিনি। তবে ফেসবুকে তার ছবি ভাইরাল হতেই অবাক হয়ে যায় স্কুলের সব শিক্ষক।
গত ৬ ই মার্চ বিয়ের জন্য স্কুল থেকে ছুটি নিয়েছিলেন প্রনব রায়। এমনকি বিয়ের পর হানিমুনের জন্যেও ১৫ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত সরকারি ভাবে কোন মেল বা চিঠি স্কুল কর্তৃপক্ষের কাছে আসেনি বলে জানান তিনি।ক্রান্তি ব্লকের এই ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তেমনই সমাজমাধ্যমে হাসির পাত্রে পরিণত হয়েছেন প্রনব।