অরপ পাল, ১১ ই মার্চঃ সাত সকালে খুশির খবর এটিকে মোহনবাগানে। চলতি আইএসএলে গোল্ডেন গ্লাভসের পুরষ্কার ইতিমধ্যেই নিজের ঝুলিতে পুরেছেন গোলরক্ষক বিশাল কাইথ। টানা দশটি ম্যাচে গোল না খাওয়ার কারণেই তাঁর হাতে উঠেছে এই সেরার স্বীকৃতি। ওড়িশা এফসির বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিলো প্রতিভাবান এই গোলরক্ষককে। অঘটনের আশঙ্কায় শিউরে উঠেছিল গোটা স্টেডিয়াম। কিন্তু তারপর শুধু সুস্থ হওয়াই নয় সম্পূর্ণ ফিট হয়ে সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সবুজ মেরুনের হয়ে তিন কাঠির নীচে ফের দেখা গিয়েছে বিশালকে।এই ম্যাচের আগে গোল্ডেন গ্লাভস প্রাপ্তি সবুজ-মেরুন শিবিরের গোলরক্ষককে আরও বেশী আত্মবিশ্বাসী করে তুলেছিল।

ওড়িশা ম্যাচে চোট পাওয়া আশিক কুরুনিয়ানকে চিকিৎসার জন্য মুম্বইয়ে পাঠানো হচ্ছে। সেখানে গিয়ে পরীক্ষার পর তাঁকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা ঠিক হবে।তাই  হায়দরাবাদের বিরুদ্ধে আশিকের খেলতে নামার কোন সম্ভাবনা নেই। আরও বেশ কিছু দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে আইএসএল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে ড্র করে মোটামুটি স্বস্তি নিয়েই কলকাতায় ফিরছে এটিকে-মোহনবাগান। গত বছর এই হায়দরাবাদ এফসির বিরুদ্ধেই প্রথম পর্বের ম্যাচে ১-৩ এ হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিলো মোহনবাগানের।সেই বার ঘরের মাঠে ফিরতি পর্বের ম্যাচে এক গোলে জয় পেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল সবুজ-মেরুনকে। গত বছরের পুনরাবৃত্তি এই বছর ঘটতে দিতে নারাজ জুয়ান ফেরেন্দোর ফুটবলাররা।

অ্যাওয়ে ম্যাচে নিজেদের ঘর সামলে আক্রমনে উঠতে দেখা গিয়েছিলো বুমোস, দিমিত্রিদের। অন্য দিকে ঘরের মাঠে তেড়েফুঁড়ে খেললেও অপ্রতিরোধ্য  মোহনবাগান ডিফেন্স ভেঙে গোল করতে ব্যর্থ হয়েছিলো হায়দরাবাদ ফুটবলাররা। এই ম্যচে চোট নিয়ে মাঠে নামা ওগোবেচেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। ম্যাচটি ড্র হওয়ায় দ্বিতীয় লেগে মাঠে নামার আগে অনেকটা সুবিধাজনক জায়গায় রয়েছে মোহনবাগান।

১৩ই মার্চ ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সমর্থকদের সামনে খেলতে হবে মোহনবাগানকে। এখন দেখার, এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে মোহনবাগান আইএসএল ফাইনাল খেলার ছাড়পত্র সংগ্রহ করতে পারে কিনা।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর