ইভিএম নিউজ ব্যুরো,৩রা মার্চঃ চলে গেলেন সকলের প্রিয় জুলুদা।আজ শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ  রাজনীতিবিদ সত্যব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল নব্বই বছর। পেশায় আইনজীবী হলেও ভালোবাসতেন মানুষের জন্যে কাজ করতে।

১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের আমলে পশ্চিমবঙ্গে বিজেপির দুর্দিনেও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।বিজেপি গঠিত সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলাবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল পদও সামলেছেন জুলু মুখার্জি এমনকি ২০০৮ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি পদও সামলেছেন তিনি।

তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফেসবুক পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতৃত্ব, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী  সম্মানীয় শ্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জুলু বাবু) মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার পরিবার, পরিজন, শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি”।‌

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর