ajit pawar plane crash

ব্যুরো নিউজ, ২৮শে জানুয়ারী ২০২৬ : ভারতের রাজনৈতিক মহলে নেমে এল গভীর শোকের ছায়া। বুধবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের মহাজুটি সরকারের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি (NCP) নেতা অজিত পওয়ার (Ajit Pawar) প্রয়াত হয়েছেন। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে তাঁদের চার্টার বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে থাকা ৫ জন আরোহীর মধ্যে কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।

দুর্ঘটনার বিবরণ

বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। বারামতিতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচার সভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পওয়ার। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতি বিমানবন্দরের রানওয়ের কাছে বিমানটি অবতরণের চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি অবতরণের আগে একবার ‘গো-অ্যারাউন্ড’ (Go-around) বা পুনরায় চক্কর কাটার চেষ্টা করেছিল। মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে ৪-৫টি বিস্ফোরণ ঘটে এবং দাউদাউ করে আগুন ধরে যায়।

EU Free Trade Agreement : ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি: বিশ্ব বাণিজ্যে এক নতুন যুগের সূচনা

মৃতদের তালিকা

ডিজিসিএ-র দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মৃতরা হলেন:

  • অজিত পওয়ার (মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী)

  • একজন পিএসও (নিরাপত্তা রক্ষী)

  • একজন ব্যক্তিগত পরিচারক

  • বিমানের পাইলট-ইন-কমান্ড এবং কো-পাইলট

তদন্তে সিভিল এভিয়েশন এবং এএআইবি (AAIB)

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে দিল্লি থেকে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর একটি বিশেষ দল বারামতির উদ্দেশে রওনা হয়েছে। জানা গেছে, বিমানটি থেকে কোনো এসওএস (SOS) বা বিপদের সংকেত পাঠানো হয়নি। শেষ মুহূর্তে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগ করে রানওয়ে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছিলেন।

বিমানে যান্ত্রিক ত্রুটির ইতিহাস?

যে বিমানটি দুর্ঘটনায় পড়েছে সেটি একটি লিয়ারজেট ৪৫এক্সআর (Learjet 45XR) মডেলের বিমান, যার মালিকানা ‘ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড’ (VSR Ventures Pvt Ltd) নামক এক সংস্থার। উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে এই একই সংস্থার একটি বিমান মুম্বই বিমানবন্দরে বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল। লিয়ারজেট সিরিজের বিমান নিয়ে বিশ্বজুড়ে প্রায় ২০০টি দুর্ঘটনার রেকর্ড রয়েছে।

UGC ‘ EQUITY ‘ controversy : ইউজিসি-র নতুন ‘ইক্যুইটি’ নীতি ২০২৬: শিক্ষাঙ্গনে সাম্য না কি নতুন জাতপাতের লড়াই?

শোকস্তব্ধ রাজনৈতিক মহল

অজিত পওয়ারের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় অজিত পওয়ারকে “গণমানুষের নেতা” হিসেবে অভিহিত করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন। শোকবিহ্বল হয়ে পড়েছেন শারদ পওয়ার এবং সুপ্রিয়া সুলেসহ পওয়ার পরিবারের সদস্যরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এক বর্ণময় রাজনৈতিক জীবনের সমাপ্তি

মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পওয়ার ছিলেন এক অদম্য শক্তি। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি রেকর্ড সংখ্যক বার উপমুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন। প্রশাসনিক দক্ষতা এবং বারামতির উন্নয়নে তাঁর অবদান মহারাষ্ট্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর