ব্যুরো নিউজ, ২৪শে ডিসেম্বর ২০২৫ : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলা এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস (২৫) নামের এক হিন্দু যুবককে বর্বরোচিতভাবে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে এদিন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং অন্যান্য হিন্দু সংগঠনের কয়েক হাজার কর্মী বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশকে হিমশিম খেতে হয়।
দিল্লিতে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের অগ্রসর
মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ হাই কমিশনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীরা সেখানে পৌঁছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের দেওয়া নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কিছু বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দিপু দাসের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ময়মনসিংহে দিপু দাসের হত্যাকাণ্ড ও বর্তমান পরিস্থিতি
গত সপ্তাহে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে একদল জনতা পিটিয়ে হত্যা করে তাঁর দেহ পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাংলাদেশে এবং ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দিপুর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার নয়া মোড়: খুলনায় গুলি
বাংলাদেশের অস্থিরতা কেবল সাম্প্রদায়িক হিংসাতেই সীমাবদ্ধ নেই। সোমবার খুলনায় মোতালেব শিকদার নামের এক ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তিনি ২০২৪-এর ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র সঙ্গে যুক্ত। এর আগে ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদী একইভাবে গুলবিদ্ধ হয়ে মারা যান। এই একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আইএসআই-এর ষড়যন্ত্র ও সীমান্ত সতর্কতা
ভারতের গোয়েন্দা সংস্থাগুলো থেকে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের এই অস্থিরতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) ভারতে জঙ্গি অনুপ্রবেশের ছক কষছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের জঙ্গিদের ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে। এই আশঙ্কায় বিএসএফ এবং সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় (High Alert) রাখা হয়েছে।
শরীফ ওসমান হাদীর দাফন ও ভারত-বিরোধী স্লোগান
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবনেতা শরীফ ওসমান হাদীর মরদেহ বাংলাদেশে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ ভারত-বিরোধী স্লোগান দেয়। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের সামনেও বিক্ষোভ ও ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়েছে।


















