Suvendu Adhikari RSS

ব্যুরো নিউজ ২২ সেপ্টেম্বর ২০২৫ : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, মহেশতলায় পুলিশের এই পদক্ষেপ সম্পূর্ণ স্বৈরাচারী আচরণ। তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জীর ‘স্বৈরাচারী তৃণমূল সরকারের হাতের পুতুল’ হিসেবে কাজ করছে পুলিশ।

শুভেন্দু অধিকারীর মতে, এই পুলিশি পদক্ষেপ শুধুমাত্র একটি দেশপ্রেমিক সংগঠনের ওপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক অধিকার এবং সমাবেশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জীর শাসনে পশ্চিমবঙ্গ এখন এক ‘পীড়ন ভূমি’-তে পরিণত হয়েছে, যেখানে হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া হচ্ছে, জাতীয়তাবাদী সংগঠনগুলোকে আটকানো হচ্ছে, এবং দুষ্কৃতী ও অনুপ্রবেশকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।

Mamata Puja : মমতার ‘রেকর্ড’ দুর্গাপুজো উদ্বোধন কর্মসূচি, ‘হিন্দু ধর্মের অপমান’, তোপ শুভেন্দু অধিকারীর

আরএসএস-এর কর্মসূচি এবং শুভেন্দুর অভিযোগ

শুভেন্দু অধিকারী বলেন, “মমতা পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষার পরিবর্তে, জাতীয়তাবাদ এবং ঐক্যের কণ্ঠস্বরকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এরা জঙ্গিবাদী, দাঙ্গাকারী, হিন্দু ধর্মকে ‘ গন্ধা ‘(নোংরা) ধর্ম বলেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন পার্ক সার্কাসে গিয়ে মিছিল করেন, সংহতি মিছিল। স্বাভাবিকভাবেই উনি হিন্দু বিদ্বেষকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন।”

তবে এই অভিযোগ প্রসঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RSS : দেশজুড়ে সম্প্রসারণ, সামাজিক সংহতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠক আরএসএস এর ।

বাংলায় ভিন্ন কর্মসূচী আরএসএস-এর

এই বছর পশ্চিমবঙ্গে আরএসএস-এর কর্মসূচি কিছুটা ভিন্ন ছিল। দেশের অন্যান্য রাজ্যে আরএসএস-এর শতবর্ষ উদযাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ বিজয়া দশমীতে অনুষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গে সেই সমাবেশ মহালয়ার দিনেই করা হয়েছে।

আরএসএস-এর প্রচার বিভাগের প্রধান বিপ্লব রায় বলেন, “মহালয়ার উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার স্থানে সমাবেশের পরিকল্পনা করেছিলাম। এর মধ্যে প্রায় তিনশটি ছিল দক্ষিণবঙ্গে। বাকিগুলো মধ্য এবং উত্তরবঙ্গে। প্রায় সব জায়গাতেই যেখানে কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে অনুষ্ঠানের ছবি এবং ভিডিও আমাদের কাছে পৌঁছেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর