operation sindoor destroyed maszood azhar personally

ব্যুরো নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ : ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের কড়া জবাব হিসেবে ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে জয়শ-ই-মোহাম্মদের (JeM) সিনিয়র কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বীকার করেছেন যে, এই অভিযানে তাদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের সদস্যদের ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। এই ভিডিওর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, ‘নতুন ভারত’ এখন পারমাণবিক হুমকির ভয়ে ভীত নয়। অগত্যা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের কপালে এখন শুধুই দুঃখ !

 

সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতরে ভারতীয় বাহিনীর হামলা

গত ৭ই মে, ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত জয়শ-ই-মোহাম্মদের সদর দফতর মার্কাজ সুবহানাল্লাহ-তে হামলা চালায়। এই কেন্দ্রটি পুলওয়ামা হামলা সহ এক ডজনেরও বেশি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে ইলিয়াস কাশ্মীরি উচ্চস্বরে বলছেন, “এই ভূমিকে রক্ষা করতে আমরা জঙ্গি তৎপরতাকে আলিঙ্গন করেছি এবং এর সীমানা রক্ষা করতে দিল্লি, কাবুল ও কান্দাহারে যুদ্ধ করেছি। সবকিছু দেওয়ার পর, ৭ই মে ভারতীয় বাহিনী বাহাওয়ালপুরে আঘাত হেনে মাওলানা মাসুদ আজহারের পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে।”

এই হামলাটি ছিল ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সন্ত্রাসী হামলার কঠোর জবাব, যেখানে ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন।

Operation Sindoor : রাজনৈতিক বাধাহীন দুর্ধর্ষ সামরিক প্রযুক্তির সাফল্য অপারেশন সিঁদুর , বায়ুসেনা প্রধানের বক্তব্যের ভিত্তিতে ফিরে দেখা !

অপারেশন সিঁদুরের লক্ষ্য এবং পরবর্তী পদক্ষেপ

ভারতীয় সামরিক বাহিনী এই অভিযানের সময় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি প্রধান সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে বাহাওয়ালপুরে জয়শ-ই-মোহাম্মদের সদর দফতর এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর অন্যতম। প্রতিটি কেন্দ্র, যা ভারত-বিরোধী সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল, তা ভারতীয় সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে।
এই হামলার পর পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে সফলভাবে প্রতিহত করে। এরপর ভারত পাকিস্তানের বিমান অবকাঠামোর ওপর আরও সুনির্দিষ্ট হামলা চালায়, যা দ্বিতীয় দফার প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল।

Operation Sindoor : ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ভাঙল লস্করের মেরুদণ্ড ,সংসদ ও মুম্বাই হামলার মূল অর্থযোগানদাতা আব্দুল আজিজ নিহত

প্রধানমন্ত্রীর বক্তব্য: ‘এই ভারত এখন ভয় পায় না’

সন্ত্রাসী কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির স্বীকারোক্তি সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধাড়ে এক জনসভায় ‘অপারেশন সিন্দূর’-এর সাফল্যকে সাধুবাদ জানান। তিনি বলেন, “জাতি ভারতমাতার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। পাকিস্তানি সন্ত্রাসীরা আমাদের বোন ও মেয়েদের সিঁদুর মুছে দিয়েছে। আমরা অপারেশন সিন্দূর চালিয়েছি এবং তাদের সন্ত্রাসী শিবির ধ্বংস করেছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী চোখের পলকে পাকিস্তানকে নতজানু করেছে। গতকালও, দেশ এবং বিশ্ব আরেক পাকিস্তানি সন্ত্রাসীকে তার দুর্দশার কথা বলতে দেখেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এটি একটি নতুন ভারত। এটি কারো পারমাণবিক হুমকির ভয়ে ভীত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর