Kolkata derby posters reminds bengali refuge

ব্যুরো নিউজ ২২শে আগস্ট ২০২৫ : গত রবিবার ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে ফুটবলপ্রেমীদের মধ্যে নিপীড়িত শরণার্থীদের বিষয় নিয়ে বিতর্কিত পোস্টার দেখা গেল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের একাংশের হাতে থাকা এই পোস্টারগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

বিতর্কিত পোস্টার এবং বিজেপি নেতার মন্তব্য

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের হাতে একটি পোস্টার দেখা যায়, যেখানে লেখা ছিল, “যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ।” একই সময়ে, স্টেডিয়ামের বাইরে মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে লাগানো একটি পোস্টারে লেখা ছিল, “প্রতিটি হিন্দু শরনার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই।”

বিজেপি নেতা ও মোহনবাগান সমর্থক তরুণজ্যোতি তিওয়ারি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই দুটি পোস্টারের ছবি শেয়ার করে লেখেন, “আজকে বড় ম্যাচে আমার পছন্দের টিম হেরেছে। খারাপ লেগেছে কিন্তু এক ভাই এই দুটো পাঠালো। মন খুশি হয়ে গেল।” এই মন্তব্যের ফলে পোস্টারগুলি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়।

Bihar : সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন , বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন আধারের মাধ্যমে

 

ফুটবল মাঠে বারবার প্রতিবাদ

ফুটবল মাঠে এ ধরনের প্রতিবাদ নতুন নয়। এর আগে, ইস্টবেঙ্গল সমর্থকরা এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। গত বছরও এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদে শামিল হয়েছিলেন, যা সেবারের ডার্বি ম্যাচ বন্ধ হওয়ার কারণ হয়েছিল। এসব ঘটনা ফুটবল মাঠে রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ বাড়ার ইঙ্গিত দেয়।

PM Modi : প্রধানমন্ত্রী মোদী আজ কলকাতায় , বিজেপি রাজ্যসভাপতির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বার্তা !

বর্তমানে ফুটবলপ্রেমীদের এই ধরনের প্রতিবাদে অনেকেই রাজনীতির প্রভাব দেখতে পাচ্ছেন। এই ঘটনাগুলি আবারও প্রমাণ করল যে, ফুটবল মাঠ এখন কেবল খেলার জায়গা নয়, বরং রাজনৈতিক ও সামাজিক বার্তা আদান-প্রদানের একটি মাধ্যম হয়ে উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর