
আগমনীর আগেই বাজতে পারে ‘ডার্বি’র ঘণ্টা
ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: আগমনীর আগেই বাজতে পারে ‘ডার্বি’র ঘণ্টা। চলতি মরশুমে মোট দু’বার মুখোমুখী হয়েছে ইস্ট-মোহন। ডার্বির ফলাফল ১ – ১। ডুরান্ড কাপের গ্রুপ লিগে ইস্টবেঙ্গল জিতলেও। ফাইনালে তাদের হারিয়ে ডুরান্ড জিতে মধুর প্রতিশোধ নিয়েছে মোহনবাগান। ডার্বি টিকিটে কালোবাজারি! গ্রেফতার ৪ এইবার কোলকাতা লিগের ডার্বি পুজোর আগেই করার কথা ভাবছে আই এফ এ। কিন্তু, এই ডার্বি আয়োজনে বাধা রয়েছে