ব্যুরো নিউজ ২ আগস্ট : সপ্তাহান্তের যাত্রা পরিকল্পনায় বড়সড় ধাক্কা। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে ট্র্যাক মেরামতির জন্য শনিবার ও রবিবার মোট ৩০টির বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে অসংখ্য নিত্যযাত্রী এবং সপ্তাহান্তের যাত্রীদের জন্য তৈরি হতে চলেছে বড়সড় দুর্ভোগ।
শিয়ালদহ ডিভিশনের দমদম জংশনে আজ রাত ১০টা ৫০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টা ধরে ট্র্যাক মেরামতি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। এর ফলে আজ বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন—শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত ও শিয়ালদহ-রানাঘাট লাইনের বহু ট্রেন।
শনিবার বাতিল ট্রেনের মধ্যে উল্লেখযোগ্য:
শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন): ৩৩৮৬১, ৩৩৮৫৮
শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন): ৩১৪৪৭, ৩১৪৫০
রবিবার বাতিল ট্রেনগুলি:
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউন): ৩১৩১৩, ৩১৩১৬
শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউন): ৩১৪১১, ৩১৪১৪
শিয়ালদহ-হাবরা (আপ-ডাউন): ৩৩৬৫১, ৩৩৬৫২
শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন): ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮
শিয়ালদহ-বারাসত (আপ-ডাউন): ৩৩৪৩১, ৩৩৪৩২
শিয়ালদহ-রানাঘাট (আপ-ডাউন): ৩১৬১১, ৩১৬১২
শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউন): ৩৩৮১৭, ৩৩৮২৬
উল্লেখযোগ্যভাবে, কিছু ট্রেন শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু বা শেষ করবে, যা যাত্রীদের জন্য বিভ্রান্তির কারণ হতে পারে।
অন্যদিকে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শাখাতেও রবিবার ট্র্যাক মেরামতির কাজ চলবে। এর ফলে ছয়টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে:
ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৮, ৩৭৫৪০, ৩৭৭৫১
নৈহাটি থেকে: ৩৭৫৩৭, ৩৭৫৩৯
কাটোয়া থেকে: ৩৭৭৪৬
পাশাপাশি, কিছু দূরপাল্লার ট্রেনের গতিও নিয়ন্ত্রিত হবে। উদাহরণস্বরূপ, হাওড়া-মালদহ ইন্টারসিটি (১৩৪৬৫) এক্সপ্রেসকে মাঝপথে আধ ঘণ্টার জন্য থামিয়ে রাখা হবে বলে রেলসূত্রে জানা গেছে।
পূর্ব রেলের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি ও স্টেশন সংক্রান্ত আপডেট চেক করে নিতে এবং বিকল্প যাত্রার ব্যবস্থা করে রাখতে।