mursidabad law college ragging

ব্যুরো নিউজ ১৪ জুলাই ২০২৫ :  কলকাতার আইন কলেজে ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদ জেলার কান্দিতে এক আইন কলেজে পড়ুয়াদের মধ্যে বিবাদ ও সংঘর্ষের অভিযোগ সামনে এল। কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ উঠেছে, যেখানে কলেজের দখল নেওয়া নিয়ে বিবাদ এতটাই চরমে পৌঁছায় যে দুই কলেজ ছাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে এবং কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটেছে শুক্রবার, ১১ই জুলাই, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ‘ল’ কলেজের চত্বরে। দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃণা মজুমদার দুপুরবেলা কলেজে এসেছিলেন পরীক্ষার ফর্ম পূরণ করতে। সেই সময় বসে থাকাকালীন তৃতীয় বর্ষের কিছু ছাত্র-ছাত্রী তাঁকে মারধর করে বলে অভিযোগ। তৃণা মজুমদারের অভিযোগ, সোমা শীল নামের তৃতীয় বর্ষের এক ছাত্রী এবং তার একজন বন্ধু মিলে তাঁকে মারধর করেছে।

আক্রান্ত তৃণা মজুমদারের দাবি, কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল-তে বেশ কিছুদিন ধরেই র‌্যাগিংয়ের ঘটনা ঘটছে। তিনি এর প্রতিবাদ করায় তাঁকে কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। তাঁর অভিযোগ, কলেজের দখল কে নেবে, এই নিয়েই মূলত এই মারধরের ঘটনা ঘটেছে।

কসবা কাণ্ডে প্রধান বিরোধী দল সরব অনুসন্ধানে এবং প্রতিবাদে !

অভিযুক্তের পাল্টা অভিযোগ

তবে, তৃতীয় বর্ষের অভিযুক্ত ছাত্রী পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, টিফিন করতে যাওয়ার সময় তাঁকে গালিগালাজ করা হয়েছিল এবং তিনি সেটার প্রতিবাদ করলেই বিনা কারণে মারধরের ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা কলেজ কর্তৃপক্ষকে অবগত করেছেন।

Kasba Gangrape : তদন্তের গতিপ্রকৃতি ঘিরে জনসাধারণে সংশয় থাকলেও , নির্যাতিতার বাবার আস্থা প্রশাসনে !

কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও পুলিশি তদন্ত

ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে যান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিস্মিতা নাগ। তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমরা ঘটনার কথা শুনেছি। এই ধরনের ঘটনা কলেজে ঘটে থাকলে সেটা অবাঞ্ছনীয়।” তিনি আরও বলেন যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাঁরা চান পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর