ব্যুরো নিউজ ০৪ জুলাই : ওড়িশার রাজ্য কৃষি ও কৃষক ক্ষমতায়ন বিভাগ (State Agriculture & Farmers Empowerment Department) এবং স্কাইমেট ওয়েদার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (Skymet Weather Services Private Limited) বৃহস্পতিবার ‘ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক ডেটা সিস্টেম’ (WINDS) প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ভারত সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) বাস্তবায়নকে শক্তিশালী করার লক্ষ্যে ‘উইন্ডস’ প্রকল্প চালু করেছে।
প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন
উপমুখ্যমন্ত্রী শ্রী সিং দেও জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হলো আবহাওয়ার তথ্যের সহজলভ্যতা বৃদ্ধি করা এবং কৃষি, বীমা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ঝুঁকি ব্যবস্থাপনাকে উন্নত করা। সময়োপযোগী ও সঠিক আবহাওয়ার তথ্য নিশ্চিত করতে রাজ্য জুড়ে কৌশলগত স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র (Automatic Weather Stations – AWS) এবং স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র (Automatic Rain Gauges – ARG) স্থাপন করা হবে। স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্রগুলি গ্রাম পঞ্চায়েত স্তরে এবং স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রগুলি ব্লক স্তরে স্থাপন করা হবে।
উত্তরপ্রদেশে ট্র্যাক্টর মালিকানা ৬২ শতাংশের বেশি বৃদ্ধি পেলো ৮ বছরে ।
অর্থায়ন ও সংশ্লিষ্ট বিভাগ
এই প্রকল্পের জন্য রাজ্যের অংশের তহবিল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)-এর বাজেট বিধান থেকে সরবরাহ করা হবে। এই স্থাপনগুলি ওড়িশা রাজ্য জুড়ে একটি ব্যাপক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করবে। কৃষি ও কৃষক ক্ষমতায়ন বিভাগ (AG&FE) এবং রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (OSDMA) যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। অর্থায়ন PMFBY বাজেট থেকে করা হবে এবং সমবায় বিভাগ (Cooperation Department) এটি পরিচালনা করবে।
যোগী রাজ্যে রেকর্ড গম সংগ্রহ: রবি মরসুমে ১০.২৭ লাখ টনের বেশি, কৃষকদের ২৫০৮ কোটি টাকা প্রদান
কৃষকদের জন্য সুবিধা
উপমুখ্যমন্ত্রী সিং দেও বলেছেন যে, সঠিক আবহাওয়ার তথ্য সরবরাহ করা হলে উন্নত ফসল পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন এবং ফলন পূর্বাভাসের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাবে। PMFBY-এর অধীনে কার্যকর দাবি মূল্যায়ন এবং ঝুঁকি প্রশমন কৌশলগুলি কৃষকদের একাধিক ফসল চাষে উৎসাহিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিরেক্টর এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রোডাকশন শুভম সাক্সেনা এবং স্কাইমেট ওয়েদার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সিইও যোগেশ পাটিল সমঝোতা স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ড. গণেশ্বর জেনা, ড. রাজেশ দাস এবং কৃষি ও কৃষক ক্ষমতায়ন বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।