ইভিএম নিউজ ব্যুরো, ১১ ই ফেব্রুয়ারিঃ গত ৩০ শে ডিসেম্বর ভোররাতে নিজের বাড়িতে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। এরপর কোনওক্রমে প্রানে বাঁচেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান। প্রথমে দেরহাদুন ও পরে মুম্বইয়ের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। অপারেশন সফল হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দু-মাস। কেমন আছেন তিনি এখন ? সমাজমাধ্যমে দুটি ছবি পোস্ট করে তা নিজেই জানালেন ভারতীয় তারকা উইকেট রক্ষক।
ছবিতে দেখা যাচ্ছে , ক্রাচের ওপর ভর দিয়ে হাসপাতাল লাগোয়া একটি জায়গায় হাঁটছেন তিনি । সবকিছু ঠিক থাকলে চলতি ভারত- অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারতেন ঋষভ । শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বর্ডার-গাভাসকার ট্রফিতে তাঁর ব্যাটে ভর করেই শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে চূর্ণ-বিচূর্ণ করেছিলো ভারতীয় দল। কিন্তু ভাগ্যের পরিহাস, ঋষভ এখন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতাল লাগোয়া একটি জায়গায় খোলা আকাশের নীচে রোদ ঝলমলে আবহাওয়ায় ক্রাচে ভর দিয়ে হাঁটবার চেষ্টা করছেন তিনি। হাসপাতালের চার দেওয়াল থেকে বাইরে বেরিয়ে খোলা আকাশের নীচে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে দেখা যাচ্ছে পন্থকে। অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘ একধাপ এগোনো মানে একধাপ শক্তিশালী হওয়া মানে আরও একধাপ সুস্থ হওয়া।’