ব্যুরো নিউজ,২৪ এপ্রিল: দেশ কাঁপানো পহেলগাঁও হত্যাকাণ্ডের পর গোটা ভারত যখন শোকস্তব্ধ, সেই সময় নিজের অভিনব প্রতিবাদ জানালেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। কখনও গানে, কখনও নীরবতায়—অরিজিৎ সবসময় নিজের ভাবনা জানান অন্যভাবে। এ বারও তিনি মুখে কিছু না বলেই এক গভীর বার্তা দিয়ে গেলেন তাঁর ভক্তদের।
মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!
তাঁর অনুষ্ঠানে বরাবরই থাকে ভক্তদের উচ্ছ্বাস, অপেক্ষা আর ভালোবাসা। কিন্তু ২৭ এপ্রিল চেন্নাইয়ে নির্ধারিত সেই বহুপ্রতীক্ষিত কনসার্ট হঠাৎ করেই বাতিল করলেন অরিজিৎ। কারণ একটাই—পহেলগাঁও সন্ত্রাসে নিহতদের প্রতি শ্রদ্ধা। অনুষ্ঠান আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, এই বেদনাদায়ক ঘটনার প্রেক্ষিতে শিল্পী এবং আয়োজকরা মিলিত সিদ্ধান্তে অনুষ্ঠান বাতিল করেছেন।
কনসার্ট নয়, শ্রদ্ধা আগে—এটাই অরিজিৎ-এর বার্তা
আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি, দর্শকেরা বিষয়টি বুঝবেন এবং সম্মান জানাবেন।” যারা আগে থেকে টিকিট কিনেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ছোট্ট সিদ্ধান্তেই অরিজিৎ বুঝিয়ে দিলেন, বিনোদনের থেকেও অনেক বড় কিছু হতে পারে সহানুভূতি এবং দায়িত্ববোধ।
ঘটনার প্রসঙ্গে বলা যায়, মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওর বৈসরন উপত্যকায় জঙ্গিদের বর্বর হামলায় প্রাণ হারান ২৮ জন নিরীহ পর্যটক। আহত হয়েছেন ২০ জনের বেশি। লস্কর-এ-তৈবা এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে। দেশের নানা প্রান্ত থেকে ক্ষোভ ও শোকের বন্যা বয়ে যাচ্ছে। বলিউডের বহু তারকা ঘটনার নিন্দা করেছেন। কিন্তু সবার মধ্যে আলাদা হয়ে রইলেন অরিজিৎ। গানের ভাষা ছেড়ে এ বার বেছে নিলেন নীরবতার গান। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে নতুন এক বার্তা—মানবতার।