ব্যুরো নিউজ, ২২ এপ্রিলঃ বলিউডে নাগ-নাগিনীর প্রেম আর রহস্যময় রূপান্তরের গল্প নতুন কিছু নয়। ‘নাগিন’ (১৯৭৬) থেকে ‘নাগিনা’ (১৯৮৬)— দশক পেরিয়ে বলিউডে বারবার ফিরেছে এই জনপ্রিয় থিম। এবার সেই ধারাতেই যোগ হতে চলেছে আরও একটি নতুন নাম— ‘নাগজ়িলা: নাগলোক কা পহেলা কাণ্ড’। কর্ণ জোহর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ অগস্ট, অর্থাৎ নাগপঞ্চমীর দিন। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে, যিনি এবার এক রহস্যময় ইচ্ছাধারী নাগের চরিত্রে।
কর্ণের পোস্টারে কার্তিক, পেছন ফিরে দাঁড়িয়ে রহস্যময় এক নাগ
মঙ্গলবার সকালে কর্ণ জোহর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মোশন পোস্টার ভাগ করে নেন। সেখানে দেখা যায়, এক সাপের হিসহিসানি শব্দের মধ্যে দাঁড়িয়ে আছেন কার্তিক, তবে পেছন ফিরে। কর্ণের কটাক্ষ-ভরা ক্যাপশন ছিল, “মানুষের পশ্চাদ্দেশ তো অনেক দেখা গেছে, এবার দেখুন নাগেদের পশ্চাদ্দেশ!” (Insaano wali peeth to bahut dekh li, ab dekho naagon wali peeth). পোস্টারে শোনা যায় একটি ভয়েসওভার, যেখানে জানানো হয়, নায়ক আসলে একজন ইচ্ছাধারী নাগ। তাঁর নাম প্রিয়ম্বদেশ্বর পেয়ারে চন্দ। বয়স? একেবারে ৬৩১ বছর! এই চরিত্রকে ঘিরেই তৈরি হচ্ছে ছবির রহস্য ও কৌতুকের জগৎ। ছবির পরিচালনায় রয়েছেন মৃগদীপ সিংহ লাম্বা, যিনি ‘ফুকরে’ সিরিজের জন্য পরিচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?
ছবির নারী চরিত্র, অর্থাৎ ‘নাগিনী’-র চরিত্রে কে থাকছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে তা নিয়ে ইতিমধ্যেই বলিউডে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর আগে ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে কার্তিক যথেষ্ট আলোচনায় ছিলেন, আর এবার কর্ণের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
যদিও পোস্টারে রূপকথার আবহ স্পষ্ট, তবুও বোঝা যাচ্ছে— এই ছবি আদতে একটি হাস্যরসাত্মক বিনোদনমূলক প্রয়াস হতে চলেছে, যেখানে পৌরাণিক চেহারায় ধরা পড়বে আধুনিক মশলার ছোঁয়া। নাগপঞ্চমীর মত এক বিশেষ দিনে এমন এক গল্প নিয়ে ছবির মুক্তি বলিউডে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বলেই ধারণা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা— কার্তিকের পাশে কাকে দেখা যাবে নাগিনীর রূপে!