মুরগিরাও ফুটবল খেলে?

ব্যুরো নিউজ ১ এপ্রিল : আপনি জানেন কি, মুরগিরাও ফুটবল খেলে? শুনতে অবাক লাগলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দুটি মুরগি ফুটবল খেলতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে নেটিজেনরা হাস্যরসের সঙ্গে মুরগি দুটিকে মেসি এবং রোনালদোর মতো ফুটবল তারকা হিসেবে আখ্যা দিচ্ছেন।

Viral Video; বাস্তবে সত্যি হলো ‘কাক ও কলসি’র গল্প! ভাইরাল ভিডিও চমকে দিল সবাই

ভিডিওটি প্রথমে কেউ শেয়ার করে এবং এরপর মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি মুরগি একে অপরকে ফুটবল পাস করছে, আবার মাঝে মাঝে তারা একে অপরকে গোল দেওয়ার চেষ্টা করছে। তাদের এই খেলার কৌশল দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। নেটিজেনরা তাদের খেলার দক্ষতা দেখে মজার মজার কমেন্ট করতে শুরু করেছেন, যেমন “মেসি এবং রোনালদোকে হারিয়ে দিলো মুরগি!” বা “এই মুরগিরা বিশ্বকাপের জন্য প্রস্তুত!”এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং মজাদার দৃশ্য। ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য হতে থাকে। কেউ কেউ মুরগিগুলির খেলাকে ‘বিশ্ব ফুটবল’ এর নতুন আকর্ষণ হিসেবে তুলনা করেছেন।

চুমু খেলেও ছড়িয়ে পড়তে পারে এই মারাত্মক ভাইরাস, মৃত্যু পর্যন্ত হতে পারে এমনই হার হিম করা তথ্য উঠে আসলো গবেষণায়

এ ধরনের মজার ভিডিওগুলি আমাদের জীবনে কিছুটা আনন্দ এবং হাস্যরস নিয়ে আসে। আমরা যখন বাস্তব জীবনে নানা চাপের মধ্যে থাকি, তখন এই ধরনের অপ্রত্যাশিত বিষয়গুলো আমাদের মুখে হাসি ফোটায় এবং মনকে কিছুটা প্রশান্তি দেয়। সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল ভিডিওটি প্রমাণ করে যে, কখনও কখনও সবচেয়ে অদ্ভুত এবং মজার ঘটনাগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে।এই ভিডিওটি শুধু মুরগির ফুটবল খেলার মজাও তুলে ধরছে না, বরং এটি আমাদের দেখিয়ে দিচ্ছে যে, জীবনে হাসির জন্য আমাদের অনেক সময় কোথাও না কোথাও একটি অদ্ভুত মুহূর্ত প্রয়োজন।

https://www.instagram.com/p/DHbxnQAty00/?igsh=eXhnMTd6bHJmaWpj

ChatGPT can make mistakes. Check important info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর