ব্যুরো নিউজ,১ এপ্রিল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ২০১৪ ব্যাচের আইএফএস (Indian Foreign Service) কর্মকর্তা নিধি তিওয়ারি। সরকারের তরফে ২৯শে মার্চ আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC) তাঁর নাম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে, এবং অবিলম্বে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। নিধি তিওয়ারি এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) অ্যাডিশান্যাল সেক্রেটারি পদে কর্মরত ছিলেন এবং তাঁর কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (PS) পদটি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ফাইল ও কাগজপত্র পরিচালনা করা নয়, বরং প্রধানমন্ত্রীকে সহায়তা করা, গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলোর সঙ্গে সমন্বয় সাধন করা, বৈঠক আয়োজন করা এবং নীতি নির্ধারণ সংক্রান্ত কাজে যুক্ত থাকাও এই পদাধিকারীর অন্যতম দায়িত্ব। নিধি তিওয়ারিকে এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রশাসনিক সহায়তা দিতে হবে এবং তাঁর ব্যস্ত শিডিউল ম্যানেজ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। নিধি তিওয়ারির অতীত রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়। তিনি দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতেই তাঁকে এই পদে উন্নীত করা হয়েছে।
নতুন দায়িত্বে নিধি তিওয়ারির বেতন কত?
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিধি তিওয়ারি প্রতি মাসে ১,৪৪,২০০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি তিনি মহার্ঘ্য ভাতা (DA), ট্রান্সপোর্ট অ্যালাউন্স, চিকিৎসা সুবিধা, এবং অন্যান্য সরকারি ভাতাও পাবেন। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মতোই তিনিও বেশ কিছু সরকারি সুবিধা ভোগ করবেন, যার মধ্যে সরকারি বাসস্থান, নিরাপত্তা এবং অফিসিয়াল ভ্রমণের জন্য বিশেষ সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
জেলবন্দি থেকেও পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার! উচ্ছ্বাসে মাতোয়ারা ইমরান খানের সতীর্থরা।
নিধি তিওয়ারিকে এখন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় প্রতিদিন কাজ করতে হবে। তিনি বিদেশ সফর থেকে শুরু করে প্রতিদিনের প্রশাসনিক কাজের তদারকি করবেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুগুলিতে সমন্বয় সাধন করবেন। তাঁর এই নিয়োগে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং বিশেষজ্ঞদের মতে, এটি নিধি তিওয়ারির কেরিয়ারের একটি বড় মাইলফলক। নিধি তিওয়ারির নিয়োগের মাধ্যমে মোদী সরকারের প্রশাসনিক কাঠামো আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি কীভাবে নিজেকে প্রমাণ করেন।