Vodafone idea
ব্যুরো নিউজ,১ এপ্রিল : নতুন বছরে বড়সড় পরিবর্তনের পথে পা বাড়ালো ভোডাফোন-আইডিয়া। বিশাল ঋণের বোঝায় ধুঁকতে থাকা এই টেলিকম সংস্থাকে বাঁচাতে ভারত সরকার ৪৯% মালিকানা অধিগ্রহণ করতে চলেছে। যদিও এতে সংস্থার প্রোমোটাররা তাদের নিয়ন্ত্রণ হারাবেন না, তবে বাজারে এই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর পরিবর্তে ভোডাফোন-আইডিয়াকে সহায়তা করছে কেন্দ্র?

Today’s gold rate: দিনে দিনে সোনা রুপোর দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে,সেখান থেকে সামান্য স্বস্তি মঙ্গলবারে

৩৬,৯৫০ কোটি টাকার ঋণ, পথ খুঁজছে কেন্দ্র

টেলিকম বাজারে ভোডাফোন-আইডিয়ার অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। সংস্থাটির কেন্দ্রের কাছে বকেয়া ছিল ৩৬,৯৫০ কোটি টাকা। এই বিশাল ঋণের চাপে পড়ে কার্যত দেউলিয়া হওয়ার পথে চলে যাচ্ছিল তারা। তাই কেন্দ্রীয় সরকার একটি নতুন কৌশল নিয়েছে—নগদ অর্থের বদলে ইক্যুইটি শেয়ার নেওয়া হবে।রবিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র ৩,৯৫০ কোটি ইক্যুইটি শেয়ার অধিগ্রহণ করবে। বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা, সেই হিসেবেই এই পরিমাণ শেয়ারের দাবি করা হয়েছে।এই চুক্তির ফলে সরকারের অংশীদারিত্ব ২২% থেকে বেড়ে ৪৯%-এ পৌঁছাবে। তবে এতে সংস্থার মূল নিয়ন্ত্রণ এখনো প্রোমোটারদের হাতেই থাকবে। ভোডাফোন-আইডিয়া জানিয়েছে, “আগামী ৩০ দিনের মধ্যেই এই অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করা হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভোডাফোন-আইডিয়াকে কিছুটা স্বস্তি দেবে, তবে সমস্যার পুরো সমাধান নয়। কোম্পানির গ্রাহক সংখ্যা ধীরে ধীরে কমছে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন বিনিয়োগ প্রয়োজন। অনেকের মতে, সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র পাওনা অর্থ উদ্ধারের জন্য, টেলিকম শিল্পে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ নয়।এই চুক্তির পরও, ভোডাফোন-আইডিয়াকে ভবিষ্যতে বাজারে টিকে থাকার জন্য পরিষেবা উন্নত করতে হবে এবং নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। তবে আপাতত কেন্দ্রের হস্তক্ষেপ সংস্থার জন্য একটি বড় স্বস্তি এনে দিল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর