অ্যামিলিয়া কেরের বিধ্বংসী বোলিং

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :ডব্লিউপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখাল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার তারা ৬ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্সকে। ম্যাচের নায়ক হয়ে উঠলেন দুই তারকা— অ্যামিলিয়া কের (৫ উইকেট) ও হেইলি ম্যাথেউজ (৬৮ রান)।

শামির রোজা না রাখা নিয়ে বিতর্ক, রোহিতকে ‘মোটা’ বলা কংগ্রেস নেত্রী শামা মহম্মদ আবার কি বললেন?

ভল-হ্যারিসের ঝড়ো শুরু, কিন্তু কেরের আগুন বোলিংয়ে ধাক্কা

প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল ইউপি ওয়ারিয়র্স। ৭.৫ ওভারে স্কোর ছিল ৭৪-০। ওপেনার জর্জিয়া ভল (৩৩ বলে ৫৫) ও গ্রেস হ্যারিস (২৫ বলে ২৮) বিধ্বংসী ব্যাটিং করছিলেন। মনে হচ্ছিল, ইউপি বিশাল স্কোর গড়বে।কিন্তু ম্যাচের মোড় ঘোরালেন অ্যামিলিয়া কের। ১৪ বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ইউপিকে চাপে ফেলে দেন মুম্বইয়ের বোলাররা। প্রথমে হেইলি ম্যাথেউজ (২-১৭) আউট করেন হ্যারিসকে। এরপর কিরণ নবগির শূন্য রানে বিদায় নেন কেরের বলে। আর ভলকে ফেরান ন্যাট সিভার ব্রান্ট (৩৭ রান), যিনি তাঁর স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান।

শেষ দিকে ১৫তম ওভারে কের একাই তুলে নেন দীনেশ বৃন্দা (১২) ও শিনেল হেনরি (৬)-এর উইকেট। ইউপি ৯ উইকেটে ১৫০ রানে থেমে যায়।

২০ টি পেনকিলার খেয়ে খেলেছিলেন মুশফিক? স্ত্রীর দাবিতে হাস্যরসের ঝড়!

হেইলি-সিভারের ব্যাটে সহজ জয় মুম্বইয়ের

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হেইলি ম্যাথেউজ। মাত্র ৪৬ বলে ৬৮ রান করে তিনি ম্যাচের সেরা হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ন্যাট সিভার ব্রান্ট (২৩ বলে ৩৭)।এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর