‘বোগেনভিলিয়া বয়’ আয়ুষ্মানের পছন্দের ফুলগাছ বোগেনভিলিয়া ফুলটি শুধু দেখতেই সুন্দর নয় আছে

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা কিছুদিন আগে চারটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা গেছে, উজ্জ্বল রানি রঙের বোগেনভিলিয়া ফুল কানে গুঁজে রেখেছেন তিনি। শীতের পড়ন্ত রোদ উপভোগ করতে নিজের বাগানে কিছুক্ষণ সময় কাটিয়েছেন এবং সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।তার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বাগানের টালি বাঁধানো পথে ছড়িয়ে আছে বোগেনভিলিয়ার পাপড়ি। তিনি নিজের তালুতেও এই ফুলের পাপড়ি নিয়ে ছবি তুলেছেন। ক্যাপশনে মজার ছলে লিখেছেন ‘বোগেনভিলিয়া বয়’

সকালের জলখাবারে স্বাস্থ্যকর কোন খাবার রাখবেন, কোনটা এড়াবেন? জানুন

বোগেনভিলিয়ার রঙ ও রূপ

বাংলায় একে কাগজ ফুল বলা হয়। একসময় এটি বাঙালির বারান্দা ও ছাদে প্রচুর দেখা যেত। তবে এখন মূলত পোস্টকার্ড বা গ্রিটিংস কার্ডের ছবিতেই চোখে পড়ে। রানি, ফুশিয়া, মেরুন, দুধে আলতা, সাদা, হলুদ, বেগুনি— বোগেনভিলিয়ার রঙের শেষ নেই। প্রাকৃতিকভাবে ১৪টি রঙ পাওয়া যায়, তবে সংকরায়ণের মাধ্যমে এখন ৩০০-রও বেশি রঙের বোগেনভিলিয়া পাওয়া যায়

বোগেনভিলিয়ার ওষধি গুণ

আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, বোগেনভিলিয়া ফুল ও পাতায় রয়েছে—
✔️ ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধী উপাদান
✔️ ক্যানসার, ডায়াবিটিস ও আলসার নিরাময়ে সহায়ক
✔️ শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট

বোগেনভিলিয়ার ব্যবহার

🔹 তুরস্ক ও মেক্সিকোতে বোগেনভিলিয়ার চা খুব জনপ্রিয়। এটি—
সর্দি-কাশি কমায়
গলা ব্যথা, ডায়রিয়া ও অস্থিসন্ধির ব্যথা কমাতে সাহায্য করে
শরীরকে ভেতর থেকে ডিটক্স করতে সাহায্য করে

এক সপ্তাহে ৮ কেজি ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েট কি শরীরের জন্য ভালো?

কীভাবে বোগেনভিলিয়া গাছ লাগাবেন?

🌱 শীতের শেষ ও বসন্তের শুরুতে রোপণ করা আদর্শ
🌱 টব বা বাগানে সরাসরি গাছ লাগানো যায়
🌱 রোদ লাগে বেশি, তবে বেশি জল দরকার হয় না
🌱 নিয়মিত পাতা ও ডালপালা ছাঁটতে হবে

বোগেনভিলিয়া শুধু সৌন্দর্যই বাড়ায় না, এর রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা। তাই আপনার বাগানে এই রঙিন ফুল লাগিয়ে সৌন্দর্যের সঙ্গে সুস্থতাও আনতে পারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর