ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলার পুরস্কার হিসেবে একধাপ উঠে তিনি এখন বিশ্বের চতুর্থ সেরা ওয়ান ডে ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেঞ্চুরি করার পর তিনি সেরা পাঁচে ঢুকে পড়েছিলেন। এবার সেমিফাইনালের দাপুটে ইনিংসের সৌজন্যে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগানোর আশ্চর্য উপকারিতা জানেন? না জানলে জানুন
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ওয়ান ডে ব্যাটার:
তবে ব্যাটারদের তালিকায় পিছিয়ে গেছেন রোহিত শর্মা। দুই ধাপ নিচে নেমে তিনি এখন পাঁচ নম্বরে। শুভমন গিল অবশ্য নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনিই এখন বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটার। বাবর আজম রয়েছেন দ্বিতীয় স্থানে, আর দক্ষিণ আফ্রিকার এনরিখ ক্লাসেন রয়েছেন তিন নম্বরে। শ্রেয়স আইয়ার এক ধাপ এগিয়ে এসে এখন আট নম্বরে রয়েছেন।
- শুভমন গিল (ভারত) – ৭৯১ পয়েন্ট
- বাবর আজম (পাকিস্তান) – ৭৭০ পয়েন্ট
- এনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) – ৭৬০ পয়েন্ট
- বিরাট কোহলি (ভারত) – ৭৪৭ পয়েন্ট
- রোহিত শর্মা (ভারত) – ৭৪৫ পয়েন্ট
বোলারদের তালিকায় তিন ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গিয়েছেন কুলদীপ যাদব। অন্যদিকে, তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি। বরুণ চক্রবর্তী ১৪৩ ধাপ এগিয়ে ৯৬ নম্বরে পৌঁছেছেন, যা তার ক্যারিয়ারের বড় সাফল্য।
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ওয়ান ডে বোলার:
- মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা) – ৬৮০ পয়েন্ট
- কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা) – ৬৬০ পয়েন্ট
- ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) – ৬৪৯ পয়েন্ট
- বার্নার্ড স্কল্টজ (নামিবিয়া) – ৬৪১ পয়েন্ট
- রশিদ খান (আফগানিস্তান) – ৬৫৮ পয়েন্ট
বেন্থোর কাছে হার মানলো বাঘ আরো একবার প্রমাণ হল কুকুর মালিকের সত্যিকারের বন্ধু ও রক্ষক
অলরাউন্ডারদের তালিকায় বড় চমক দেখিয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। তিনি মহম্মদ নবিকে টপকে এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ভারতের রবীন্দ্র জাদেজা নবম স্থান ধরে রেখেছেন, আর অক্ষর প্যাটেল ১৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। হার্দিক পান্ডিয়াও উন্নতি করে এখন ২১ নম্বরে।
বিশ্ব ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ভারতের খেলোয়াড়রা ভালো অবস্থানে থাকলেও রোহিত শর্মার পতন কিছুটা চিন্তার কারণ হতে পারে। তবে শুভমন গিল, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স ভারতীয় ভক্তদের জন্য দারুণ স্বস্তির খবর। এখন দেখার, ফাইনালে কে নজর কাড়েন!