বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ

ব্যুরো নিউজ,১ মার্চ :চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল। শুক্রবার লাহোরে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচটি খেলা চলাকালীনই বৃষ্টি শুরু হয়, যা আর থামেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়, আর দুই দলই এক পয়েন্ট করে পেল। এই এক পয়েন্ট পেয়েই ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া।আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার ভাগ্য এখন নির্ভর করছে শনিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর।

নিউজিল্যান্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী কেএল রাহুল, শামির বোলিং সামলানো কঠিন বলেও স্বীকার

আফগানিস্তান কি শেষ চারে জায়গা করে নিতে পারবে?

দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারায়, তাহলে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তবে, যদি হেরে যায়, তাহলে নেট রান রেট বিচার করা হবে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ২.১৪, যেখানে আফগানিস্তানের -০.৯৯। আফগানিস্তানের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে ৩০০ রান করতে হবে এবং দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে অলআউট হতে হবে।প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৭৩ রান করে। শুরুটা ভালো হয়নি, প্রথমেই শূন্য রানে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও ২২ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নেমে রহমত শাহও ব্যর্থ (২১ বলে ১২)।

তবে সেদিকুল্লা ৯৫ বলে ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন। কিন্তু অধিনায়ক হশমতুল্লাহর মন্থর ব্যাটিং দলকে চাপে ফেলে দেয়। তিনি ৩৩টি ডট বল খেলেন, যা দলের রান তোলার গতি কমিয়ে দেয়। শেষ দিকে অজমতুল্লা ৬৭ রান করেন, আর রশিদ খান যোগ করেন ১৯ রান।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে বেন ডোয়ারশুইস ৩ উইকেট নেন, অ্যাডাম জাম্পা ও স্পেনসার জনসন ২টি করে উইকেট পান। ১৭টি ওয়াইডসহ অস্ট্রেলিয়া ৩৬ রান অতিরিক্ত দেয়, যা আফগানিস্তানের রান বাড়াতে সাহায্য করে।

 আফগান ব্যাটারকে রান আউট থেকে বাঁচালেন স্মিথ! প্রশংসায় ভাসছেন অজি অধিনায়ক

২৭৪ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করেন ট্রেভিস হেড ও ম্যাথু শর্ট। ১৫ বলে ২০ রান করে শর্ট আউট হলেও, হেড ৪০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ছিলেন স্টিভ স্মিথ, যিনি ২২ বলে ১৯ রান করেন। ১২.৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ১০৯, তখনই নামে বৃষ্টি।রাত ৯:১৫ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। সুপার সপার, ফোম, বালি ব্যবহার করেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। ফলে ম্যাচ বাতিল হয়ে যায়, আর সেমিফাইনালের টিকিট পেয়ে যায় অস্ট্রেলিয়া।এখন প্রশ্ন, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের ফল কী হবে? আফগানিস্তান কি শেষ চারে জায়গা করে নিতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর