ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:২০১৬ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত রান-আউটের মুহূর্তটি ক্রিকেটপ্রেমীদের মনে এখনও তাজা। সেই অবিস্মরণীয় দৃশ্যের মতো সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) সুপার ওভারে একইভাবে ম্যাচের ভাগ্য বদলে দিলেন রিচা ঘোষ। আরসিবি-র হয়ে খেলতে নেমে রিচার অসাধারণ উপস্থিতি ও বুদ্ধিমত্তার কারণে দলটি ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নিশ্চিত হার থেকে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যেতে সক্ষম হয়।
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আতঙ্কের মুহূর্ত
ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় ঘটনা
যদিও সুপার ওভারে ইউপি জয়ী হয়, কিন্তু রিচার রান-আউটের মুহূর্তটি ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।এদিন প্রথমে ব্যাট করে আরসিবি ২০ ওভারে ছয় উইকেটে ১৮০ রান তোলে। এরপর ইউপি ওয়ারিয়র্সও ১৯ ওভারের শেষে ৯ উইকেটে ১৬৩ রান তোলে, যার মানে ১৮ রানের প্রয়োজন ছিল জয় পেতে। হাতে ছিল এক উইকেট, আর তখনই রেণুকা সিংয়ের প্রথম বল ডট হয়।
সোফি একলেসটন ব্যর্থ হলেও পরবর্তী তিনটি বলেই ম্যাচের গতিপথ বদলে দেন। ছক্কা ও চার মারেন তিনি, এবং এক রান নিয়ে ম্যাচ শেষ করতে শেষ বলের জন্য ১ রান প্রয়োজন ছিল ইউপির।এই সময়েই ঘটে রিচার সেই দুর্দান্ত রান-আউট। অফস্টাম্পের বাইরে বল করেন রেণুকা সিং। ক্রান্তি গৌড় ব্যাটে শট মারতে গিয়ে ব্যর্থ হন এবং বল উইকেটের পিছনে চলে যায়। সেই মুহূর্তে রিচা, ধোনির মতো দৌড়ে এসে স্টাম্প ভেঙে দেন, এবং একলেস্টন রান আউট হয়ে যান।
কলকাতা মেট্রোর নতুন পরিকল্পনায় যাত্রী পাওয়া যাবে কি?
এভাবেই ম্যাচ সুপার ওভারে চলে আসে।নেটিজেনরা অবধি সেই দৃশ্য দেখে ২০১৬ সালের বিশ্বকাপে ধোনির সেই অসাধারণ রান-আউটের স্মৃতিতে ফিরে গেছেন। ২০১৬ সালের বেঙ্গালুরুতে, যেখানে এক রানের জন্য বাংলাদেশকে হারিয়েছিল ভারত। ধোনির মতো রিচাও একইভাবে দলকে সুপার ওভারে নিয়ে যাওয়ার মাধ্যমে ক্রিকেট ইতিহাসে নতুন একটা অধ্যায় যোগ করলেন।