বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলের দরজা বন্ধ

ব্যুরো নিউজ,১০ ডিসেম্বর:দার্জিলিংয়ে পর্যটনের ভরা মরসুম চলছে। সামনে বড়দিনের ছুটি। অথচ এমন সময়ে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি পর্যটকদের আর হোটেলে থাকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে ভ্রমণপিপাসু বাংলাদেশি পর্যটকরা সমস্যায় পড়তে চলেছেন।

আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা

কঠোর সিদ্ধান্তের কারণ


গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে কিছু বিদ্বেষমূলক মন্তব্য ও আচরণের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশিদের হোটেলে থাকতে না দেওয়ার পক্ষে প্রায় ৯০% হোটেল মালিক ভোট দিয়েছেন। তাদের বক্তব্য এই বয়কট চলবে যতদিন না ভারতবিদ্বেষী মন্তব্য বন্ধ হয়।দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড় বরাবরই চোখে পড়ার মতো। বহু বাংলাদেশি ইউটিউবার দার্জিলিং ভ্রমণের ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়েছেন। কিন্তু এবার সেই পর্যটকদের জন্য দুঃসংবাদ। শিলিগুড়িতে হোটেলে থাকতে না পারায় দার্জিলিং সফরেও সমস্যার মুখে পড়তে হবে।শুধু পর্যটক নয়, স্টুডেন্ট ভিসা বা চিকিৎসা সংক্রান্ত ভিসাধারীরাও শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার হোটেলে থাকতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যত বাংলাদেশি পর্যটকদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা।

ঢাকায় গিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশ সচিব

পর্যটনের ভরা মরসুমে এই সিদ্ধান্তে হোটেল ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হবে বলে জানা গেছে। তা সত্ত্বেও তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। শিলিগুড়ির হোটেল মালিকরা মনে করেন এই প্রতিবাদ প্রয়োজনীয়।যারা বড়দিনে দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের এবার নতুন করে ভাবতে হবে। শিলিগুড়ি ভ্রমণকে কেন্দ্র করে কেনাকাটার সময়ও বাধার মুখে পড়তে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর