'লঙ্কার হালুয়া'

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : বিয়ের মরসুমে সব কিছুই একটু বেশি বিশেষ হয়ে ওঠে—সাজগোজ, অনুষ্ঠান, এবং অবশ্যই খাবার। বিয়ের অনুষ্ঠানগুলিতে আপনি সব ধরনের খাবারের স্বাদ নিতে পারেন, তবে এবার বিয়ের মেনুতে একটি নতুন নাম সবার মনোযোগ আকর্ষণ করছে। গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া তো সাধারণত হয়েই থাকে, তবে এবার ভাইরাল হয়েছে লঙ্কার হালুয়া।

বিশ্বের সবচেয়ে দামি ছয় পোশাক, যা ফ্যাশনের সংজ্ঞা বদলে দিয়েছে

মিষ্টির সঙ্গম একে অদ্ভুত এক স্বাদ দিয়েছে

গোটা ভিডিওটি একেবারে আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বিয়ের কাউন্টারে রাখা হয়েছে লঙ্কার হালুয়া। ভিডিওটি ভাইরাল হয়েছে এবং তা ইতিমধ্যেই ১০ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে।এবারের এই অদ্ভুত মিষ্টি খাবারটি মূলত মিষ্টি আর ঝালের মিশেল। সাধারণত বিয়েতে আমরা গাজরের হালুয়া বা মুগ ডালের হালুয়া খেয়ে থাকি কিন্তু এই হালুয়াতে কাঁচা লঙ্কার ঝাল এবং মিষ্টির সঙ্গম একে অদ্ভুত এক স্বাদ দিয়েছে। ভিডিওতে একজন মহিলা মন্তব্য করেছেন “আমি প্রচুর মিষ্টি খেয়েছি তবে এটা প্রথমবার মিরচি কা হালুয়ার কথা শুনলাম!” এ বিষয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা চলছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা আসলে কেমন খেতে? ঝাল না মিষ্টি?” আরেকজন মন্তব্য করেছেন “আমি ২০২০ সালে এটা ট্রাই করেছি এবং সত্যিই এটি অতুলনীয় ছিল।”

আরজি কর কাণ্ডঃ নির্যাতিতার বাবা-মা বললেন, ৪ মাস পরেও সুবিচার মেলেনি

বিয়ের খাবারে নতুন এই ট্রেন্ড লঙ্কার হালুয়া দেখে অনেকেই অবাক এবং বেশ কিছু মানুষের মনে প্রশ্ন উঠেছে এই মিষ্টি খাবারটি আসলে কীভাবে তৈরি হয় এবং এর স্বাদ কেমন।এই নতুন ট্রেন্ড আসছে কেবল বিয়ের সময়ের স্বাদ বদলের জন্য যা সবাইকে চমকে দিতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর