অভিনেত্রী

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : টানা পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে জরায়ুর সমস্যার কারণে তাঁর চিকিৎসা চলছে। শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তার অসুস্থতার কারণে চলতি ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ থেকে সরে দাঁড়াতে হতে পারে বলে জানা গিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশাঃ ভারত অংশগ্রহণ না করলে আইসিসির কী ক্ষতি হবে?

ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা

মাধুরিমা বর্তমানে এই ধারাবাহিকে বৃন্দা নামে একটি খল চরিত্রে অভিনয় করছেন। তাঁর অনবদ্য অভিনয়ে চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ধারাবাহিকে খল চরিত্রের প্রতিদিনের উপস্থিতি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শুটিংয়ের পাঁচ দিন কেটে গিয়েছে, ফলে নির্মাতারা বিকল্প কাউকে ভাবতে শুরু করেছেন।ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে তিনি বলেন “খুবই খারাপ লাগছে। প্রতিটি চরিত্র একজন অভিনেতার কাছে সন্তানসম। আমার জায়গায় যিনি আসবেন তিনি কেমন করবেন এই চিন্তা বারবার মাথায় ঘুরছে।”

লিফ্ট দুর্ঘটনায় প্রসূতির মৃত্যু, সদ্যোজাত হারাল মাকে

অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই অনুরাগীরা তার দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। মাধুরিমা জানান তিনি সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর