উত্তরপ্রদেশে

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : উত্তরপ্রদেশের দুই জেলায় ঘটে যাওয়া দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ১০ জন। বৃহস্পতিবার রাতে পিলভীটে এবং শুক্রবার ভোরে চিত্রকূটে এই দুর্ঘটনাগুলি ঘটে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পিলভীটে ৫ জন এবং চিত্রকূটে আরও ৫ জন মারা গিয়েছেন।

পুষ্পা ২: দ্য রুল – এক অতিমানবিক নায়কের গল্প

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি প্রথমে স্থানীয় বাসিন্দারা  দেখতে পান

বৃহস্পতিবার রাতে ১১ জনকে নিয়ে একটি গাড়ি উত্তরাখণ্ডের খাতিমা থেকে উত্তরপ্রদেশে আসছিল। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে পান এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সুপার অবিনাশ কুমার পাণ্ডে জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর।শুক্রবার ভোরে চিত্রকূটের রাইপুরা থানার কাছে আরও একটি বড় দুর্ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে আসা একটি গাড়ি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। গাড়িতে থাকা পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে বিয়ের আনন্দযাত্রা মুহূর্তে শোকের স্রোতে বদলে যায় অন্যদিকে আরও একটি দুর্ঘটনা বহু পরিবারকে শোকস্তব্ধ করে দেয়। পুলিশ এই ঘটনাগুলির তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর