লিফ্ট দুর্ঘটনায় সদ্যোজাত হারাল মাকে

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : উত্তরপ্রদেশের মিরাটের শাস্ত্রীনগরে এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল এক নবজাতকের মাকে। সন্তান জন্ম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের লিফ্ট ছিঁড়ে পড়ে মৃত্যু হয় ওই মহিলার। বৃহস্পতিবার রাতে প্রসবের জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সিজার পদ্ধতিতে সুস্থ সন্তানের জন্ম দেন।

পুষ্পা ২: দ্য রুল – এক অতিমানবিক নায়কের গল্প

মৃতের পরিবারের লোকেদের হাসপাতালে তীব্র বিক্ষোভ

প্রসবের পর মাকে সাধারণ ওয়ার্ডে নেওয়ার জন্য স্ট্রেচারে করে লিফ্টে তোলা হচ্ছিল। লিফ্টে আরও কিছু মানুষ ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, আচমকা লিফ্ট ছিঁড়ে নিচে পড়ে যায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারদিক। ভেতরে আটকে পড়েন অনেকে। আতঙ্কে চিৎকার শুরু হয়। স্থানীয়রা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়লেও তৎক্ষণাৎ কাউকে বের করা সম্ভব হয়নি।বিশেষজ্ঞ দল পৌঁছে লিফ্ট থেকে আটকে থাকা মানুষদের উদ্ধার করে। কিন্তু দুর্ঘটনার সময় স্ট্রেচারে থাকা মহিলার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সদ্যোজাতকে নিরাপত্তার জন্য অন্য হাসপাতালে রাখা হয়েছে।মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারের লোকেরা হাসপাতালে তীব্র বিক্ষোভ দেখান। ভাঙচুর শুরু হলে চিকিৎসক ও কর্মীরা আতঙ্কে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস

মিরাটের মুখ্যস্বাস্থ্য আধিকারিক রাতেই হাসপাতালে পৌঁছে অবস্থা পরিদর্শন করেন। আপাতত হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে। আরও ১৫ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের চিকিৎসক, সুপার এবং অন্যান্য কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর