ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বিশেষ পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলা ক্যাম্পে মোতায়েন করা পুলিশকর্মীদের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও নিজ নিজ ইউনিটে ফেরানো হয়নি। শুধু তাই নয় তাদের দিয়ে এমন কাজ করানো হয়েছে যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বিষয়টি নজরে আসার পরেই রাজ্য পুলিশের শীর্ষমহল কঠোর পদক্ষেপ নিয়েছে।
বিচারহীন বন্দিদশাঃ সারদা কাণ্ডের অভিযুক্তরা এক যুগ ধরে জেলে
কঠোর পদক্ষেপ
রাজ্যের এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিমের সই করা নির্দেশিকায় বলা হয়েছে ‘পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে বিভিন্ন ক্যাম্পে মোতায়েন করা ফোর্সদের নির্দিষ্ট সময় পরেও রিলিজ় দেওয়া হয়নি। তাদের দিয়ে প্রয়োজনহীন কাজ করানো হচ্ছে যা মোটেও কাঙ্ক্ষিত নয়।এ নিয়ে এক পুলিশকর্তা জানান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ব্যাটেলিয়ন থেকে ফোর্স পাঠানো হয়। কিন্তু দেখা যায় তাদের মূল কাজের বাইরে অন্য কাজে নিযুক্ত করা হচ্ছে যেমন অফিসের কাজ, গাড়ি তল্লাশি, ইত্যাদি। এমনকি এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়নি।
রেলের ইউনিয়ন ভোটে প্রথমবার ইভিএমের ব্যবহার, উত্তেজনা ব্যারাকপুরে
গত ২৯ নভেম্বর জারি হওয়া নির্দেশিকায় রাজ্যের ৭০টি ক্যাম্পে মোতায়েন থাকা ফোর্সদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এই নির্দেশ পাঠানো হয়েছে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং জেলার পুলিশ সুপারদের কাছে।