ভারতের নিজস্ব বুলেট ট্রেন

ব্যুরো নিউজ, ৩০ নভেম্বর : ভারতে এবার তৈরি হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম বুলেট ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে এই বুলেট ট্রেন তৈরির প্রকল্প শুরু হয়েছে। এর জন্য বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)-কে ৮৬৭ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। শুরুতেই দুটি বুলেট ট্রেন সেট তৈরি করা হবে, যেখানে প্রতিটি ট্রেনে আটটি কোচ থাকবে এবং ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

চেতলায় চালু হতে চলেছে একটি অত্যাধুনিক স্কুল, যেখানে পড়ুয়ারা পাবেন সম্পূর্ণ নতুন পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা

ট্রেনটি ভারতীয় রেলকে শক্তিশালী করবে

প্রতিটি কোচ তৈরির খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা (কর ছাড়া)। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটির নকশা এবং উন্নয়ন হবে পুরোপুরি দেশে। এর নির্মাণ হবে বেঙ্গালুরুর বিইএমএল ফ্যাক্টরিতে। একে আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হবে, যেখানে থাকবে অ্যারোডাইনামিক ডিজাইন, অটোমেটিক ডোর, সিসিটিভি, মোবাইল চার্জিং পয়েন্ট, ক্লাইমেট কন্ট্রোল পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ফায়ার সেফটি সিস্টেম। এছাড়া, প্রতিটি কোচই এসি থাকবে।রেলমন্ত্রী জানান, এই ট্রেনটি ভারতীয় রেলকে শক্তিশালী করবে এবং দেশের পরিবহণ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করবে। তবে, এই প্রকল্পের প্রথম ট্রেনগুলি ২০২৬ সালের মধ্যে প্রস্তুত হয়ে দেশের রেলসেবায় যুক্ত হতে পারে।

জেলায় এখন উন্নত প্রযুক্তিতে হবে অস্ত্রোপচার , কোথায় কোথায় চালু হতে চলেছে এই প্রযুক্তি

আরো জানানো হয়েছে, মুম্বই-আমদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যেই ৩৩১ কিলোমিটার স্তম্ভ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে এবং ৩৩৬ কিলোমিটার অংশে স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া সমুদ্রের নিচে ২১ কিলোমিটার দীর্ঘ টানেলের কাজও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন লাইনটির মোট দৈর্ঘ্য হবে ৫০৮ কিলোমিটার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর