সৌদি আরবের মাঠে আরব্য রজনীতে শাহেনশার উপস্থিতির পাশে বিশ্ব ফুটবলের তারাদের সমাহার। সৌদি আরব অলষ্টার বনাম প্যারিস সাঁ জা-র জার্সিতে মেসি, রোনাল্ডো, এমব্যাপে,নেইমারদের ঝলকে যেন ফুটবল ভূমিকম্প হয়ে গেলো সৌদি আরবে। প্রীতি ম্যাচ হলেও তারাদের পায়ের জাদুতে এ ম্যাচ পরিণত হলো হাইভোল্টেজ দ্বৈরথ। ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়লেন না। একে একে ৯টা গোল হলো। মহাতারকাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠলো সৌদি আরব। মেসি, রোনাল্ডো, এমব্যাপে গোলে পেলেও নেইমার এই মহা ম্যাচে গোল পেলেন না। ম্যাচে সৌদির হয়ে জোড়া গোল করে রোনাল্ডো কয়েক হাজার ভোল্টের আলো নিজের দিকে টেনে নিলেও ম্যাচের ফলাফলের ক্ষেত্রে শেষ হাসি হাসলেন লিও মেসিই। বিশ্বকাপ জয়ের একমাসের মাথায় এল এম টেনের ফের সাফল্য। ৫-৪ গোলে জয় তুলে নিলো প্যারিস সাঁ জা। শেষ দশ মিনিট প্যারিসকে ১০ জন্যে পেয়েও রোনাল্ডোরা বিপক্ষকে কোনঠাসা করতে পারেনি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় প্যারিস সাঁ জা-র বার্নেটকে। খেলার শুরুতেই ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্যারিসের পক্ষে মার্কুইনহোস, রামোস, পেনাল্টি থেকে এমব্যাপে ও একিটিকে গোল করেন। একটি গোল সহ সি আর সেভেন ২টি গোল করেন। অপর দুটি গোল ঝ্যাং ও তালিসকার।
রিয়াধের কিং ফাওয়াদ স্টেডিয়ামে সকলকে চমকে দিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে মাঠে নামতে দেখা যায় বলি শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁকে হাত ধরে মাঠে নিয়ে আসেন মেসিদের ক্লাব মালিক আল খেলাইফি। উপচে পড়া দর্শক সমাগমে রাতের মায়াবী আলোয় রিয়াধের মাঠ তখন গর্জন করছে তারকাদের নাম নিয়ে। আল নাসরের হয়ে রবিবার মাঠে নামার আগে রোনালদোর স্টেজ রিহার্সালটা জমে গেল। এমন ম্যাচ সংগঠন করে আরব দুনিয়া কি এবার ইউরোপের ফুটবলের সার্চ লাইটটা নিজেদের দিকে ঘোরানোর প্রস্তুতি নিয়ে ফেললো ? কারণ রোনাল্ডোর সৌদিতে পা রাখার সঙ্গে সঙ্গে মেসির নামটাও যে শোনা যাচ্ছে !

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর