
মেসি হারালেন রোনাল্ডোকে
সৌদি আরবের মাঠে আরব্য রজনীতে শাহেনশার উপস্থিতির পাশে বিশ্ব ফুটবলের তারাদের সমাহার। সৌদি আরব অলষ্টার বনাম প্যারিস সাঁ জা-র জার্সিতে মেসি, রোনাল্ডো, এমব্যাপে,নেইমারদের ঝলকে যেন ফুটবল ভূমিকম্প হয়ে গেলো সৌদি আরবে। প্রীতি ম্যাচ হলেও তারাদের পায়ের জাদুতে এ ম্যাচ পরিণত হলো হাইভোল্টেজ দ্বৈরথ। ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়লেন না। একে একে ৯টা গোল হলো। মহাতারকাদের উপস্থিতিতে সরগরম হয়ে