ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : প্রেমিকা এড়িয়ে যাচ্ছিলেন সিদ্দাপ্পা শিলাবন্তকে। তাই বুঝে উঠতে না পেরে প্রেমিকার বান্ধবী শশীকলাকে তাদের সম্পর্কে ভাঙন ধরানোর সন্দেহে ভয়ঙ্কর এক পরিকল্পনা করেন ।কর্নাটকের বাগালকোট জেলার পাথর খাদানে কর্মরত সিদ্দাপ্পা। কিন্তু সেই পরিকল্পনাই তার প্রেমিকাকে গুরুতর আহত করে।
ইউটিউব দেখে পুলিশের পরীক্ষায় পাশ! উত্তরপ্রদেশের কসমপুর খোলা গ্রামে ২৬ জন পরীক্ষার্থী সফল
অপরাধের কথা স্বীকার করেন অভিযুক্ত

সিদ্দাপ্পার প্রেমিকা বাসব রাজেশ্বরী এবং শশীকলা নামে এক তরুণীর মধ্যে নতুন বন্ধুত্ব হয়েছিল। বেশ কিছুদিন ধরে রাজেশ্বরী সিদ্দাপ্পাকে এড়িয়ে যেতে শুরু করেন। এতে সিদ্দাপ্পার সন্দেহ আরও বাড়ে। তিনি ভেবেছিলেন শশীকলাই তাদের বিচ্ছেদের কারণ। তাই শশীকলাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।পাথর খাদানে কাজের সুবাদে বিস্ফোরক সম্পর্কে কিছুটা ধারণা ছিল সিদ্দাপ্পার। সেই জ্ঞান ব্যবহার করেই তিনি একটি হেয়ার ড্রায়ারের মধ্যে ডিনামাইট স্থাপন করেন। তারপর সেই ড্রায়ার শশীকলার ঠিকানায় ক্যুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেন।১৫ নভেম্বর শশীকলা সেই পার্সেল গ্রহণ করেন। দুর্ভাগ্যক্রমে সেদিন তার বাড়িতে সিদ্দাপ্পার প্রেমিকা রাজেশ্বরীও উপস্থিত ছিলেন। শশীকলা কিছু কাজে ব্যস্ত থাকায় রাজেশ্বরী পার্সেলটি খোলেন। বাক্সে থাকা হেয়ার ড্রায়ার চালু করতেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। রাজেশ্বরীর একটি হাত ছিন্নভিন্ন হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনার পর রাজেশ্বরীর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সিদ্দাপ্পাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেন এবং জানান শশীকলাকে আক্রমণ করতেই এই চক্রান্ত করেছিলেন।
অসিত মজুমদারের ধমকঃ আবাস তালিকা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তৃণমূল বিধায়কের বিতর্কিত আচরণ
সন্দেহ ও ভুল বোঝাবুঝি কীভাবে ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিতে পারে। এই ঘটনা তার উদাহরণ। পারস্পরিক যোগাযোগ ও বিশ্বাসের অভাব থেকে যে সমস্যার সৃষ্টি হয়। তা কখনো কখনো ভয়াবহ রূপ নেয়। আইন মেনে চলা এবং প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।