নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ওভারহেড তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পরই গোটা রেল স্টেশন ঘিরে নেয় সেনা জওয়ানরা। রেল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সেনার নাম মনীশ মেহেতা (৩৪)। ঘটনার পরই তাঁকে দ্রুত উদ্ধার করে ব্যাঙডুবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই হাসপাতালে উপস্থিত হন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও এই ঘটনা নিয়ে কিছু বলতে চাননি সেনা আধিকারিকরা।

বৃহস্পতিবার সকালে পাঁচ নম্বর ইয়ার্ডে দাঁড়িয়েছিল সেনার বিশেষ ট্রেনটি৷ ট্রেনটি জলপাইগুড়ির বিন্নাবাড়ির সেনা ছাউনি থেকে তাঁদের পোখরানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনটি রাজস্থানের জয়সলমীরের ভারাদিয়া পর্যন্ত যাওয়ার কথা ছিল। সেখান থেকে সড়কপথে সেনাদের গন্তব্য ছিল পোখরান। ট্রেনে ছিলেন ভারতীয় সেনার রকেট ইউনিটের জওয়ানরা। এনজেপি রেল স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের উপরে থাকা জলের ট্যাঙ্কার থেকে জল নিতে যান পাঁচ জওয়ান।  কারণ, সংশ্লিষ্ট কল থেকে জল পড়ছিল না। জলের পাইপ বেয়ে ওপরে ওঠার সময় মনীশ মেহেতার মাথায় ওভারহেড তারের সংযোগ ঘটতেই ভয়াবহ ঘটনা ঘটে। তাঁকে বাঁচাতে গেলে অন্য চারসেনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অন্য জওয়ানরা তাঁদের উদ্ধার করে উদ্ধার করে ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যান। সেখানে মণীশকে মৃত বলে ঘোষণা করা হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর