ব্যুরো নিউজ,১৩ নভেম্বর:কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি বলেছেন, ওয়াকফ মানে আল্লাহর সম্পত্তি। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এবং ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার দাবি, ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে এই ভূমিতে ‘প্রপার্টি অফ আল্লাহ’ কীভাবে আসতে পারে?
বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শুভেন্দুর কঠোর বার্তা, পেট্রাপোল সীমান্তে প্রতিবাদের হুমকি
সবাই জানে কী হচ্ছে না হচ্ছে
তরুণজ্যোতি তিওয়ারির মতে, ইসলাম ধর্ম ভারতবর্ষে মুঘল আগ্রাসনের পরেই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘১৪০০ বছর আগে ইসলাম ছিল না, আর সনাতনীদের জমিতে ‘প্রপার্টি অফ আল্লাহ’ কীভাবে সম্ভব?’ তিনি আরও দাবি করেন, ওয়াকফের নামে অনেকবার জালিয়াতি হয়েছে এবং কিছু মানুষের দ্বারা ওয়াকফ সম্পত্তি দখল করার প্রচেষ্টা করা হয়েছে। তরুণজ্যোতির এই বক্তব্যকে তিনি একেবারে ভিডিয়ো বার্তায় তুলে ধরেছেন, যেখানে তিনি আরও বলেন, ‘ওয়াকফ সম্পত্তির নামে ভাঁওতাবাজি চলছে, সবাই জানে কী হচ্ছে না হচ্ছে।’
শুভেন্দুর নতুন পোর্টাল চালু, রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য বিশেষ উদ্যোগ
তবে তরুণজ্যোতির এই ভিডিও পোস্টের পর তা নিয়ে সামাজিক মাধ্যমে উত্তপ্ত বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই তার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘মুঘল আক্রমণের আগে ভারতীয় মাটিতে ইসলাম ছিল না, এই বক্তব্য ভুল। গ্রিক সাম্রাজ্যের রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, এরপর মহম্মদ ঘোরির আক্রমণও ঘটে। মুঘল আগ্রাসনের আগে ভারতেও ইসলাম ছিল।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনি কি জানেন ভারতের মাটিতে কত ধরনের ধর্মের লোক বাস করতেন? সকলেই একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত। রাজনীতি ধর্মের নাম নিয়ে করবেন না।’
https://www.youtube.com/live/FRB8cA-yiz0?si=4tnhPADwOGRib_-p