প্রসাদ খেয়ে অসুস্থ

ব্যুরো নিউজ ১২ নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কাদুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামে পুজোর প্রসাদ খেয়ে বিপাকে পড়লেন শতাধিক ভক্ত। রাস উৎসব উপলক্ষে মালঞ্চ ও তার আশপাশের গ্রামের মানুষজন মিলিত হয়েছিলেন এই ধর্মীয় অনুষ্ঠানে। রবিবার ভক্তদের জন্য অন্নভোগ বিতরণ করা হয়, যা গ্রহণের পর থেকেই একের পর এক লোক অসুস্থ হতে শুরু করে।

শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রায়ের, ফেসবুকে কটাক্ষ অরিত্র দত্ত বণিকের

আক্রান্তদের যথাসম্ভব দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে

অসুস্থদের মধ্যে অনেকেই রামনগরের বালিসাই বড়রাঙ্কুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পানিপারুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি, এর মধ্যে ৩০ জন এগরার পানিপারুল স্বাস্থ্যকেন্দ্রে ও বাকিরা রামনগর বড়রাঙ্কুয়া হাসপাতালে আছেন। গুরুতর অসুস্থ দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কোমরের ব্যথায় ভুগছেন? বদলান কিছু দৈনন্দিন অভ্যাস মিলবে মুক্তি

এগরার বিধায়ক তরুণকুমার মাইতি দ্রুত পানিপারুল গ্রামীণ হাসপাতালে পৌঁছে রোগীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, রাস উৎসবের অংশ হিসেবে গ্রামবাসীরা গোষ্ঠপুজোর প্রসাদ গ্রহণ করেছিলেন। রবিবার দুপুর থেকে অসুস্থ মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা তৎপর হয়েছেন এবং আক্রান্তদের যথাসম্ভব দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

https://youtu.be/e2UxIThB1Zw?si=ZK4hujDPREq-hyaS

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর