কার্তিক আরিয়ান

ব্যুরো নিউজ ৮ নভেম্বর : বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি বারাণসীর গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা আরতি এবং মন্দিরে পুজো দিয়ে দর্শকদের মন জিতলেন এই বলিউড অভিনেতা। দর্শকদের ভালোবাসায় সিক্ত কার্তিক যখন ভক্তদের সাথে আনন্দে মাতোয়ারা, তখন হঠাৎ এক ভক্ত প্রশ্ন করলেন, “বিয়েটা কবে করছেন?”

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ মুক্তির দিন চূড়ান্ত, প্রথম দিনেই ২৭০ কোটির রেকর্ড গড়তে চলেছে

বিয়েতে হয়তো কিছুটা সময় লাগবে

লাজুক হাসিতে কার্তিক তখন ঈশ্বরের দিকে ইশারা করে জানালেন, বিয়ের সিদ্ধান্তটা তার হাতে নেই, উপরওয়ালাই জানেন! তবে হাতের ইশারায় কিছুটা হলেও বুঝিয়ে দিলেন, বিয়েতে হয়তো কিছুটা সময় লাগবে।দেওয়ালির মরশুমে মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘ভুলভুলাইয়া ৩’ ইতিমধ্যেই বক্স অফিসে হিট, আর এই সাফল্য উদযাপনেই ধর্মকর্মে মজে বারাণসীতে পৌঁছেছেন কার্তিক। প্রযোজক ভূষণ কুমারের সাথেও পবিত্র গঙ্গা আরতিতে যোগ দিয়েছেন। শুধু পুজো নয়, বারাণসীর বিখ্যাত ফুটপাথের চাট আর লস্যির স্বাদও উপভোগ করেছেন অভিনেতা, যা দেখে স্থানীয়দের ভিড় জমে যায়।‘ভুলভুলাইয়া ৩’-এর ব্লকবাস্টার সাফল্য কার্তিকের কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে, যা তার ফিল্মি যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।

তৃতীয়বার খুনের হুমকি, সলমন খানের জন্য নতুন চ্যালেঞ্জ বিষ্ণোই গ্যাংয়ের

দর্শকদের প্রতিক্রিয়ায় রীতিমতো উচ্ছ্বসিত কার্তিক জানিয়েছেন, তিনি তাদের ভালোবাসায় আপ্লুত। এবার গঙ্গা আরতির মাধ্যমে সেই ভালোবাসার প্রতিদান দিলেন।এইভাবে ফিল্মের সাফল্যের সাথে কার্তিক ধর্মীয় রীতিও বজায় রেখে চলেছেন। ‘ভুলভুলাইয়া ২’-এর পরও তিনি বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করেছিলেন, যা এবারও সাফল্যের রীতি ধরে রেখেছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর